IPL 2021: খেলা ছাড়ার আগেই কোচিং শুরু ভাজ্জির

Apr 17, 2021 | 8:03 PM

চেন্নাইতে দলের প্রথম দুটি ম্যাচে মাঠে নেমেছেন ভাজ্জি। পারফরম্যান্স হয়তো হরভজন সুলভ নয়। কিন্তু তাতেও কোন সমস্যা নেই।

IPL 2021: খেলা ছাড়ার আগেই কোচিং শুরু ভাজ্জির
সৌজন্যে-কেকেআর টুইটার

Follow Us

চেন্নাই : আইপিএল(IPL) নিলামে অনেকের মনেই প্রশ্ন ছিল হরভজন সিং (Harbhajan Singh) আদৌ কোন দল পাবেন তো? কিছুটা চমকে দিয়েই প্রশ্নের উত্তর দিল কলকাতা নাইট রাইডার্স(KKR)। অধিনায়ক সৌরভ এর সব থেকে বড় অস্ত্র কে নিজেদের দলে টেনে নেয় কলকাতা। তবে এতেও প্রশ্নের শেষ নেই । যে দলের সুনীল নারিন, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, শাকিব আল হাসানের মত স্পিনার আছে, সেই দলে ভজ্জিকে কেন প্রয়োজন? ২০২১ আইপিএল যত এগিয়ে চলেছে পাওয়া যাচ্ছে সেই প্রশ্নের উত্তর। হরভজনের অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে কেকেআর।

চেন্নাইতে দলের প্রথম দুটি ম্যাচে মাঠে নেমেছেন ভাজ্জি। পারফরম্যান্স হয়তো হরভজন সুলভ নয়। কিন্তু তাতেও কোন সমস্যা নেই। দলের তরুণ বোলারদের (young bowlers) মূল পরামর্শদাতার ভূমিকায় পাওয়া যাচ্ছে সিং জিকে। এটাই কেকেআরের সবথেকে বড় প্রাপ্তি। দলের তরুণ পেসার শিভম মাভি হন বা দক্ষিণের স্পিনার বরুণ চক্রবর্তী, সবার মুখেই এখন একটাই নাম। মুশকিল আসান ‘ভাজ্জু পা’।

আরও পড়ুন: IPL 2021 Orange Cap: আইপিএলের আট ম্যাচের পর অরেঞ্জ ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা?

আগামী বছর বড় নিলাম, তার আগে ঘর গোছানোর কাজটাই হয়তো সেরে রাখছে কলকাতা নাইট রাইডার্স। আজ হোক বা কাল, হরভজন অবসর নেবেন, তারপর হয়তো তাঁকে নাইটদের পরামর্শদাতা হিসেবে দেখা যেতে পারে, কিংবা বোলিং কোচ (coach)। যেমনটা দেখা যায় ভাজ্জির বন্ধু জাহির খান কে। আর সেটা হলে আখেরে লাভ কিং খানের দলের।

Next Article