WTC Final 2021: চ্যাপেল, ওয়ার্নরা এগিয়ে রাখছেন ভারতকে

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: raktim ghosh

Jun 17, 2021 | 9:12 PM

চ্যাপেল অবশ্য বলছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) চাবিকাঠি থাকবে দুই টিমের বোলারদের হাতে।

WTC Final 2021: চ্যাপেল, ওয়ার্নরা এগিয়ে রাখছেন ভারতকে
WTC Final: চ্যাপেল, ওয়ার্নরা এগিয়ে রাখছেন ভারতকে

Follow Us

সাউদাম্পটন: রবীন্দ্র জাডেজার ফেরা ভারতীয় টিমের (Team India) ভারসাম্য বাড়াচ্ছে। একজন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ পাবেন বিরাট কোহলিরা। বলছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল (Ian Chappell)। ভারতকে (India) এগিয়ে রাখার পাশাপাশি ঋষভ পন্থকে দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।

পাশাপাশি শেন ওয়ার্ন বলছেন, নিউজিল্যান্ডের তুলনায় ভারত অনেক বেশি ম্যাচ জিতে পৌঁছেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। যা বিরাটদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে রাখবে। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান মাহেলা জয়বর্ধনের বাজি ভারত।

চ্যাপেলের কথায়, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিশ্বের দুই সেরা ব্যাটসম্যানের লড়াই দেখার সুযোগ পাব আমরা। এটা একটা দারুণ ব্যাপার। কেন উইলিয়ামসন অত্যন্ত কার্যকরী ব্যাটসম্যান। আর বড় মঞ্চে বিরাট কোহলি সব সময় অনবদ্য।’

ইয়ান বথামের মতো প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘এই রকম একটা খেলা কেউই মিস করতে চাইবে না। দুই টিমের সেরা প্রতিভাবান ক্রিকেটাররা নামবে মুখোমুখি। অসম্ভব লড়াই দেখার সুযোগ পাওয়া যাবে’

চ্যাপেল অবশ্য বলছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) চাবিকাঠি থাকবে দুই টিমের বোলারদের হাতে। তাঁর মন্তব্য, ‘ভারত আর নিউজিল্যান্ডের বোলারদের লড়াই দেখার জন্য মুখিয়ে আছি। এটা মানতেই হবে যে, ভারতের বোলিং ভারসাম্য একটু হলেও বেশি। ওরা রবীন্দ্র জাডেজার মতো স্পিনারকে ফিরে পাবে টেস্ট টিমে। তার থেকেও বড় ব্যাপার হল, জাডেজা কিন্তু অলরাউন্ডার। ও থাকায় আরও একজন স্পিনারকে খেলানোর সুযোগও পেয়ে যাবে ভারত।’

একই সঙ্গে চ্যাপেল মুখিয়ে রয়েছেন ঋষভ পন্থকে দেখার জন্য। অস্ট্রেলিয়া সফরে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। একাই কার্যত জিতিয়েছেন ভারতকে। আগের তুলনায় এই পন্থ অনেক অভিজ্ঞ। আইসিসিকে দেওয়া সাক্ষাত্‍কারে চ্যাপেল বলেছেন, ‘পন্থ নিজেকে অনেক পাল্টে ফেলেছে। ও কেমন খেলে, সেটা দেখার অপেক্ষায় আছি।’

ওয়ার্ন আবার যুক্তি সাজাচ্ছেন, ‘দুই ক্যাপ্টেনের লড়াই দেখার জন্য মুখিয়ে আছি। যোগ্য টিম হিসেবেই ফাইনালে উঠেছে কিউয়িরা। তবে ফাইনালে কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে ভারতকে। ওরা কিন্তু অনেক বেশি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে। তবে, ক্রিকেটীয় যুক্তিতে কিন্তু কাউকেই পিছিয়ে রাখা যাবে না। নিউজিল্যান্ডকে হালকা নেওয়ার কোনও জায়গা নেই। ওরা কিন্তু খুব সহজে জিততে পারে ফাইনালটা।’

জয়বর্ধনের আবার সোজা কথা, ‘দুটো সেরা টিমের লড়াই। সবচেয়ে ধারাবাহিক দুটো টিম মুখোমুখি নামবে ফাইনালে। দুটো টিমের বোলিং আক্রমণ অত্যন্ত ধারালো। তবে, এই ফাইনালে আমি কিছুটা হলেও এগিয়ে রাখব ভারতকে।’

আরও পড়ুন: WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সফরে উজ্জ্বল যে ৫ ভারতীয় বোলার

Next Article