অলিম্পিক চ্যাম্পিয়নদের প্র্যাক্টিস ম্যাচে হারিয়ে দিল ভারত

Apr 07, 2021 | 3:55 PM

প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে গিয়েছিল ভারত।

অলিম্পিক চ্যাম্পিয়নদের প্র্যাক্টিস ম্যাচে হারিয়ে দিল ভারত
অলিম্পিক চ্যাম্পিয়নদের প্র্যাক্টিস ম্যাচে হারিয়ে দিল ভারত

Follow Us

বুয়েনস আইরেস: টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) আগে প্রয়োজনীয় আত্মবিশ্বাস পেয়ে গেল ভারতীয় হকি টিম (Indian Hockey Team)। প্রথম প্র্যাক্টিস ম্যাচে আর্জেন্তিনাকে (Argentina) ৪-৩ উড়িয়ে দিলেন মনপ্রীত সিংরা। ১১ ও ১২ এপ্রিল পর পর প্রো লিগের ম্যাচ। তার আগে ও পরে দুটো করে প্র্যাক্টিস ম্যাচ খেলবে ভারত। এই সফর থেকে প্রয়োজনীয় আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসাটাই লক্ষ্য মনপ্রীতদের। প্রথম ম্যাচ থেকেই যেন সেই পথেই হাঁটতে শুরু করে দিল ভারত।

 

প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকলেও দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই এগিয়ে গিয়েছিল ভারত। নীলকন্ঠ শর্মা ১-০ করেন। শিলানন্দ লাকরার পাস থেকে দারুণ ফিল্ড গোল করে। ১৭ মিনিটে আর্জেন্তিনার পেনাল্টি কর্নার সেভ করে দেন কিপার শ্রীজেশ। ২৮ মিনিটে ভারত ২-০ করে ফেলে। ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিংয়ের গোল থেকে। তৃতীয় কোয়ার্টারে প্রবল ভাবে ম্যাচে ফেরা আর্জেন্তিনা ১-২ করলেও কিছু পরেই আবার রুপিন্দর পাল সিং ৩-১ করেন। আর্জেন্তিনা অবশ্য পরের দুটো গোল দ্রুত করে ফেলেছিল। সেখান থেকে ভারত পাল্টা ফিরে আসে চতুর্থ কোয়ার্টারে। বরুণ কুমারের পিসি থেকে করা গোলে শেষ পর্যন্ত ৪-৩ জিতে যায় ভারত।

আরও পড়ুন: ভিনিসিয়াসের জোড়া গোলে ঘরের মাঠে জয় বেঞ্জেমাদের

ভারতের কোচ গ্রাহাম রিড টিমের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। বলেছেন, ‘দারুণ প্র্যাক্টিস ম্যাচ। দুটো টিমই ম্যাচ জেতার জন্য মরিয়া ছিল। অলিম্পিক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই জয়টা আমাদের ভীষণ ভাবে তাতিয়ে দেবে।’
পেনাল্টি কর্নারে ভারত ইদানীং দারুণ উন্নতি করেছে। যে কারণে সাফল্য আসছে। ভারতীয় কোচ রিডের কথায়, ‘সার্কেলের মধ্যে যে সব সুযোগগুলো পাওয়া যায়, সেগুলো যাতে মিস না করি, টিম তার জন্য প্রচুর প্র্যাক্টিস করেছে।’

Next Article