Indian Hockey: ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 03, 2022 | 10:03 PM

পুল বি-কে পুল অফ ডেথও বলা হচ্ছে।

Indian Hockey: ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের
বন্দনার গোলের পর উচ্ছ্বাসে ভারতীয় দল।
Image Credit source: TWITTER

Follow Us

 

আমস্টেলভিন: হকি বিশ্বকাপে (Womens World Cup) পিছিয়ে পড়েও ড্র ভারতীয় মহিলা (Hockey India) দলের। প্রথম কোয়ার্টারেই ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। নবম মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করেন ইসাবেলা পিটার। দ্বিতীয় কোয়ার্টারে বন্দনা কাটারিয়ার গোলে সমতা ফেরায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে আরও একটা গোলের পরিস্থিতি তৈরি করেছিল ভারত। তবে তা বাঁচিয়ে দেন ইংল্যান্ড গোলরক্ষক। হাফ টাইমে স্কোর ১-১। তৃতীয় কোয়ার্টারে কোনও দলই গোল করতে ব্যর্থ। প্রথম তিন কোয়ার্টারে গোলে আধডজন শট নিয়েছে ভারত। যদিও স্কোর বোর্ডে তার সুফল দেখা যায়নি। শেষ কোয়ার্টারে ভারতীয় খেলোয়াড় গ্রিন কার্ড দেখায় বেশ কিছুক্ষণ ১০ জনে খেলতে হয়। সহজ গোলের সুযোগ নষ্ট করে ইংল্যান্ড।

টোকিও অলিম্পিকে ভাল পারফর্ম করেছিল ভারতীয় মহিলা হকি দল। যদিও ব্রোঞ্জ পদকের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে ভারত। চতুর্থ স্থানে শেষ করে তারা। অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দলের এটাই সেরা পারফরম্যান্স। তবে পদক নিয়ে না ফিরতে পারাটা হতাশার। আবারও সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। ফলে বাড়তি তেতে ছিল ভারতীয় মহিলা হকি দল। বিশ্বকাপে পুল বি তে রয়েছে ভারত। ইংল্যান্ড ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে, নিউজিল্যান্ড এবং চিন। চারটি গ্রুপের শীর্ষে থাকা দল সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। প্রতিটি গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলকে ক্রসওভার ম্যাচ খেলে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করতে হবে। পুল বি-কে পুল অফ ডেথও বলা হচ্ছে।

বিশ্বকাপে ভারতের নেতৃত্বে গোলকিপার সবিতা পুনিয়া। ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা সহ অধিনায়ক। সম্প্রতি এফআইএইচ প্রো লিগে অভিষেকে তৃতীয় স্থানে শেষ করেছে ভারতীয় মহিলা হকি দল। বিশ্বকাপে এখনও ভারতের সেরা পারফরম্যান্স ১৯৭৪ সালে, চতুর্থ স্থানে ছিল ভারত।

এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ ড্র করে অধিনায়ক তথা গোলরক্ষক সবিতা পুনিয়া বলছেন, ‘ইংল্যান্ড খুবই ভালো দল। আমরাও ভালো খেলেছি। তবে বেশ কিছু সুযোগ নষ্ট করেছি আমরা। এখন পরের ম্যাচে নজর। বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজন রয়েছে আমাদের।‘ ম্যাচে ইংল্যান্ডের একমাত্র গোল ফিল্ড গোল। পেনাল্টি কর্নার দারুণভাবে আটকে দিয়েছে ভারতীয় রক্ষণ এবং গোলরক্ষক সবিতা পুনিয়াও।

 

Next Article