কলকাতা: ৫ বছর পর ফের শুরু ইন্ডিয়ান ওপেন ইনডোর আর্চারি টুর্নামেন্ট (Indoor Archery tournament)। দোলা আর রাহুল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই টুর্নামেন্ট প্রথম শুরু হয়েছিল ২০১৮ সালে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিশ্ব বাংলা এগজিবিশন সেন্টারে চলবে এই টুর্নামেন্ট। এ বার এই টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। প্রথম সংস্করণ বেশ সাড়া ফেললেও, এরপর আর এই টুর্নামেন্ট আয়োজন করা যায়নি। কখনও কোভিড, কখনও অলিম্পিকের কারণে টুর্নামেন্ট আয়োজন করা যায়নি। ৬ বছর বাদে জাকজমক ভাবে ফিরে আসছে এই টুর্নামেন্ট। শুক্রবার উদ্বোধনে উপস্থিত থাকবেন মন্ত্রী সুজিত বসু।
কয়েক মাস বাদেই প্যারিসে অলিম্পিক। তিরন্দাজিতে প্রতিবারই একটা প্রত্যাশা তৈরি হয়। শুক্রবার থেকে দোলা-রাহুল বন্দ্যোপাধ্যায় স্পোর্টস ফাউন্ডেশনের উদ্যোগে শুরু ইনডোর আর্চারি টুর্নামেন্ট। আউটডোর টুর্নামেন্ট এর আগে দেশের বিভিন্ন জায়গায় হলেও, ইনডোর টুর্নামেন্ট সেভাবে হয়না। এখন থেকে আউটডোরের পাশাপাশি ইনডোরের পয়েন্টও ব়্যাঙ্কিংয়ে গ্রাহ্য হয়। তাই এই টুর্নামেন্ট অনেকটাই সাহায্য করবে দেশের তিরন্দাজদের। এমনটাই মনে করছেন দোলা আর রাহুল। মে মাসে আমদাবাদে আরও বড় করে ইনডোর টুর্নামেন্ট করার ইচ্ছে দোলা-রাহুলের।
অতনু দাস, দীপিকা কুমারীর পাশাপাশি বিশ্বচ্যাম্পিয়ন ওজাসওজাস প্রবীণ, অদিতি গোপীচাঁদরা অংশ নেবেন এই টুর্নামেন্টে। দীপিকা বলছেন, ‘অলিম্পিক আউটডোরে হয়। আর এটা ইনডোর। আলাদা ফরম্যাট। তবে অলিম্পিকের আগে এটা অবশ্যই সাহায্য করবে। অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করছি। পুরোদমে অনুশীলন সারছি। অলিম্পিক কোয়ালিফায়ারের প্রথম পর্ব তো ভালোই হয়েছে। এখনও রাউন্ড বাকি আছে। মানসিক ভাবে দৃঢ়তা দেখানোর পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়েও জোর দিচ্ছি। মনোবিদ সঙ্গে আছে। সেও আমাকে নানা ভাবে সাহায্য করছে।
জুনিয়র আর সিনিয়র মিলিয়ে মোট ২২০ জন প্রতিযোগী অংশ নেবে টুর্নামেন্টে। কম্পাউন্ড আর রিকার্ভ দুটো ইভেন্টই থাকছে। আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রথম আটজন তিরন্দাজকে দেওয়া হবে ধনুক।