IOA elections, PT Usha: ইতিহাসের সামনে, আইওএ-র প্রেসিডেন্ট হচ্ছেন পিটি উষা

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 09, 2022 | 5:24 PM

Indian Olympic Association: নতুন এবং কঠিন একটা দায়িত্বের সামনে পিটি উষা। পায়োলি এক্সপ্রেস ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে বারবার গর্বিত করেছেন। বহু সম্মান তাঁর ঝুলিতে। এ বার প্রশাসনের কঠিন ট্র্যাকে তিনি। ভারতীয় অ্যাথলিট নতুন 'উষার' অপেক্ষায়।

IOA elections, PT Usha: ইতিহাসের সামনে, আইওএ-র প্রেসিডেন্ট হচ্ছেন পিটি উষা
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি : ইতিহাসের সামনে ভারতীয় ক্রীড়া মহল। ইন্ডিয়ান অলিম্পিক সংস্থার সভাপতি হতে চলেছেন দেশের কিংবদন্তি অ্যাথলিট পিটি উষা। সর্বসম্মতিক্রমেই এই পদে আসতে চলেছেন তিনি। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রথম মহিলা সভাপতি হিসেবে নজির গড়ার সামনে পিটি উষা। ৫৮ বছরের এই অ্যাথলিট ভারতীয় ক্রীড়াক্ষেত্রে উজ্জ্বল মুখ। এশিয়ান গেমসে একাধিক সোনার পদক জিতেছেন। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। শনিবার ভারতীয় অলিম্পিক সংস্থার নির্বাচন। যদিও কিংবদন্তি পিটি উষার বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি। সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর এই নির্বাচন প্রক্রিয়ার পর্যবেক্ষক।

দেশের হয়ে প্রচুর পদক জিতেছেন ভারতের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। তাঁকে দেখে প্রেরণা পেয়েছে নতুন প্রজন্ম। ভারতীয় অ্যাথলেটিক্সে এখনও তিনি অনুপ্রেরণা। ভারতীয় অলিম্পিক সংস্থার দায়িত্ব নিয়ে এ বার প্রশাসক হিসেবে অ্যাথলেটিক্সের উন্নতিই লক্ষ্য উষার। প্রথম মহিলা সভাপতি হিসেবে তাঁর নজির গড়া শুধু সময়ের অপেক্ষা। সর্বভারতীয় ফুটবল সংস্থার মতো পরিস্থিতিতে পড়েছিল অলিম্পিক সংস্থাও। আন্তজার্তিক অলিম্পিক সংস্থার তরফে পরিষ্কার নির্দেশিকা দেওয়া হয়েছিল, দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি না গড়া হলে নির্বাসিত করা হবে ভারতীয় অলিম্পিক সংস্থাকে। গত বছর ডিসেম্বের নির্বাচন হওয়ার কথা থাকলেও হয়নি। সে কারণেই নির্বাসনের পরিস্থিতি তৈরি হয়েছিল। অবশেষে সমাধান হতে চলেছে।

সভাপতি ছাড়াও বেছে নেওয়া হবে যুগ্মসচিব (মহিলা) এবং এক্সিকিউটিভ কমিটিতে চার জন সাধারণ সদস্য। ইলেক্টোরাল কলেজের ৭৭ জন ভোট দেবেন। ব্যাডমিন্টন সংস্থার অলকানন্দা অশোক, নেটবল সংস্থার সুমন কৌশিকের মধ্যে কেউ একজন যুগ্মসচিবের (মহিলা) পদে বসতে পারেন। এক্সিকিউটিভ কাউন্সিলে আটজন দাবিদারের মধ্যে ৪ জনকে বেছে নেবেন ভোটাররা। নতুন এবং কঠিন একটা দায়িত্বের সামনে পিটি উষা। পায়োলি এক্সপ্রেস ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে বারবার গর্বিত করেছেন। বহু সম্মান তাঁর ঝুলিতে। এ বার প্রশাসনের কঠিন ট্র্যাকে তিনি। ভারতীয় অ্যাথলিট নতুন ‘উষার’ অপেক্ষায়।

Next Article