বাইশ গজে অন্য মেজাজে লিয়েন্ডার-ইরফান

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের সদস্য ও চিকিৎসক ভেস পেজের ৭৫তম জন্মদিন কিছুদিন পর। সেই উপলক্ষ্যে প্রজাতন্ত্র দিবসে সিসিএফসি মাঠে প্রদর্শনী ক্রিকেট খেলেন লিয়েন্ডার পেজ ও প্রাক্তন জাতীয় পেসার ইরফান পাঠান। এক নজরে প্রদর্শনী ম্যাচের কিছু মুহূর্ত।

| Updated on: Jan 26, 2021 | 4:13 PM
প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজের ৭৫ বছর 
জন্মদিন কিছুদিন পর। সেই উপলক্ষ্যে সিসিএফসি মাঠে চাঁদের হাট।

প্রাক্তন হকি অলিম্পিয়ান ভেস পেজের ৭৫ বছর জন্মদিন কিছুদিন পর। সেই উপলক্ষ্যে সিসিএফসি মাঠে চাঁদের হাট।

1 / 6
প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশগ্রহন করলেন নানা জগতের পরিচিত মুখেরা।

প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশগ্রহন করলেন নানা জগতের পরিচিত মুখেরা।

2 / 6
হাজির ছিলেন বাংলা রঞ্জি দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি ও বাংলার কোচ অরুন লাল।

হাজির ছিলেন বাংলা রঞ্জি দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি ও বাংলার কোচ অরুন লাল।

3 / 6
এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করার জন্য হাজির হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান।

এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করার জন্য হাজির হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন পেসার ইরফান পাঠান।

4 / 6
প্রদর্শনী ক্রিকেট ম্যাচে খেলা নিয়ে ভীষণ উত্তেজিত ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

প্রদর্শনী ক্রিকেট ম্যাচে খেলা নিয়ে ভীষণ উত্তেজিত ছিলেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ।

5 / 6
বাংলার কোচ অরুণের সঙ্গে একান্ত আলাপচারিতায় ইরফান পাঠান।

বাংলার কোচ অরুণের সঙ্গে একান্ত আলাপচারিতায় ইরফান পাঠান।

6 / 6
Follow Us: