হার্দিক ঠকিয়েছেন? ‘ভরসা নিয়ে খেলা করেছে, চোখ খোলা রাখুন!’ চাঞ্চল্যকর পোস্ট নাতাশার

Aug 13, 2024 | 3:12 PM

Hardik-Natasa তাঁদের বিচ্ছেদের পিছনে ঠিক কোন কার রয়েছে, তা নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি জুটিকে। বরং সন্তানের মুখ চেয়ে তাঁরা যোগাযোগ রাখবেন বলেই জানিয়েছিলেন। তবে নেপথ্যের কারণ কী, তা কোনওদিন সামনে আসেনি। এবার কি ইঙ্গিতেই তা স্পষ্ট করে দিলেন হার্দিকের প্রাক্তন নাতাশা স্তানকোভিচ?

হার্দিক ঠকিয়েছেন? ভরসা নিয়ে খেলা করেছে, চোখ খোলা রাখুন! চাঞ্চল্যকর পোস্ট নাতাশার

Follow Us

বিশ্বকাপ জয়ের আনন্দে কয়েকদিন আগেই চোখের জলে ভাসতে দেখা গিয়েছিল ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। আর তার কয়েকদিন যেতে না যেতেই ঘর ভাঙে ক্রিকেটরের। হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্তানকোভিচের পথ চলা থামে ১৮ জুলাই রাতে। তবে তাঁদের বিচ্ছেদের পিছনে ঠিক কোন কার রয়েছে, তা নিয়ে কোনও মন্তব্যই করতে দেখা যায়নি জুটিকে। বরং সন্তানের মুখ চেয়ে তাঁরা যোগাযোগ রাখবেন বলেই জানিয়েছিলেন। তবে নেপথ্যের কারণ কী, তা কোনওদিন সামনে আসেনি। এবার কি ইঙ্গিতেই তা স্পষ্ট করে দিলেন হার্দিকের প্রাক্তন নাতাশা স্তানকোভিচ?

হার্দিক কি তাঁকে ঠকিয়েছেন? নাতাশা প্রতারণার শিকার? সোশ্যাল মিডিয়ায় একটি রিলস শেয়ার করেছেন তিনি। যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে ‘সে সকল পুরুষ নিজের স্ত্রী বাদে বাকি মেয়েদের বিনোদনের কারণ হয়ে ওঠেন, স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করতেও তাঁরা দু’বার ভাবেন না। তাঁদের স্ত্রীরা তাঁদের জন্য যথেষ্ট নয়। সেই সব পুরুষদের সঙ্গে কোনও মহিলাই সারাজীবন থাকার কথা ভাবতে পারবেন না।’

অপর একটি রিল তিনি শেয়ার করেছেন যার, ক্যাপশনে লেখা রয়েছে ‘একজন প্রতারকের গুণাবলী’ তালিকাভুক্ত করা হল, আপনি তাঁকে প্রচণ্ড বিশ্বাস করেন কিন্তু সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনার ভরসা নিয়ে খেলা করেছে, যা সত্যি কষ্টের। তাঁদের থেকে সতর্ক থাকার জন্য তাঁদের কিছু গুণাবলী এবং আচরণ তালিকাভুক্ত করে দেওয়া হল। এগুলি সব প্রতারকদের লক্ষণ। চোখ খোলা রাখুন!’

প্রসঙ্গত, ১৮ জুলাই একটি পোস্ট করে জুটি জানিয়ে দিয়েছিলেন, দীর্ঘ চার বছরের পথচলা ইতি। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়তেই তাঁদের সম্পর্কের নানা মুহূর্ত বারবার উঠে আসছে বিভিন্ন পোস্টে। কখনও নাতাশার সঙ্গে মিষ্টি মুহূর্ত কখনও আবার সন্তানের সঙ্গে সময় কাটানো। বিচ্ছেদের সিদ্ধান্তে এবার সেই সন্তানই কাছ ছাড়া। মা নাতাশার সঙ্গে ইতিমধ্যে দেশ ছেড়েছে হার্দিক পুত্র, যদিও হার্দিকের সঙ্গে পুত্রের যোগাযোগ বর্তমান।

Next Article