EURO 2020 : জয়ের ধারা অব্যাহত ইতালির, পরের রাউন্ডে বেলের ওয়েলসও

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jun 21, 2021 | 12:36 AM

প্রতিপক্ষে গ্যারেথ বেলের মত তারকা। তারকাকে জোনাল মার্কিংয়ে রেখে মানচিনির স্ট্র্যাটেজি ছিল, গোল করে প্রথমে এগিয়ে যাও, তারপর বিখ্যাত ডিফেন্সের জালে আটকে দাও প্রতিপক্ষকে।

EURO 2020 : জয়ের ধারা অব্যাহত ইতালির, পরের রাউন্ডে বেলের ওয়েলসও
জয়ের উচ্ছ্বাস ইতালির

Follow Us

রোমঃ ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা যে কতটা কুঁড়েকুড়ে খেয়েছে ইতালিকে(ITALY), তার প্রমাণ ইউরোর(EURO 2021) প্রতিটি ম্যাচে দিচ্ছে ইতালি। গ্রুপ পর্বের ৩টি ম্যাচ জিতেই ইউরোর প্রি কোয়ার্টার ফাইনালে রবার্তো মানচিনির(ROBERTO MANCINI) দল। ওয়েলসকে(WALES) গ্রুপের শেষ পর্বের ম্যাচে ১-০ গোলে হারিয়ে দিল আজুরিবাহিনী। ইতালির হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন পেসিনা(PESSINA)। এদিন প্রথম একাদশের ৮জন ফুটবলারকেই বিশ্রাম দিয়েছিল ইতালি।

ইতালি বরাবরই যে কোনও টুর্নামেন্টেই ফেভারিটদের তালিকাতেই জায়গা করে নেয. তা সে ইউরো হোক বা বিশ্বকাপ। কিন্তু ২০১৮ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারাটা ছিল ইতালি ফুটবলের কাছে একটা কালো দিন। একটা যন্ত্রণা। আর বিশে্ব ফুটবলের কাছে ছিল অবাক করার মত ঘটনা। ২০১৮ বিশ্বকাপে শেষবার খেলার ইচ্ছে ছিল কিংবদন্তী গোলরক্ষক বুঁফোর। স্বপ্নপূরণ হয়নি। আর সেই যন্ত্রণামুক্তির মঞ্চ হিসেবে নীল জার্সির মালিকরা যেন বেছে নিয়েছেন এই ইউরোর মঞ্চ। রবিবার গ্রুপের শেষ ম্যাচে ওয়েলসকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালের যাত্রা শুরু করবে ইতালি। প্রতিপক্ষে গ্যারেথ বেলের মত তারকা। তারকাকে জোনাল মার্কিংয়ে রেখে মানচিনির স্ট্র্যাটেজি ছিল, গোল করে প্রথমে এগিয়ে যাও, তারপর বিখ্যাত ডিফেন্সের জালে আটকে দাও প্রতিপক্ষকে। সেই ছকেই ম্যাচের ৩৯ মিনিটে গোল করে ইতালিকে এগিয়ে দেন পেসিনা।ভেরাত্তির পাস থেকে গোল করেন পেসিনা।এগিয়ে যেতেই চিয়েল্লিনিদের স্ট্র্যাটেজি ছিল, ডিফেন্স মজবুত করে কাউন্টার অ্যাটাকে এগিয়ে যাওয়া।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ওয়েলস। তবে মাঝমাঠে যেভাবে দখল করেছিল ইতালি, তাতে বেলরা খুব একটা সুবিধা করতে পারেনি। নিজেদের মধ্যে প্রচুর পাস খেলে মাঝমাঠ কার্যত নিজেদের দখলেই রেখেছিল ইতালি। প্রায় গোটা ম্যাচেই। ম্যাচের ৫৫ মিনিটে ওয়েলসের আম্পাদু লালকার্ড দেখায় বিপাকে পড়েন বেলরা।তবে ম্যাচে সমতায় ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন শেষপর্যন্ত। ১০ জনে হয়ে গেলেও ওয়েলসের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি আজুরিবাহিনী। ম্যাচ হেরে গেলেও ইতালির সঙ্গে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে ওয়েলসও।

গ্রুপের অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারাল সুইৎজারল্যান্ড। তবে দুটি দলই ছিটকে গিয়েছে গ্রুপ পর্ব থেকে।

 

Next Article