আরব দেশে বেগুনী ঝড়, মুম্বইকে উড়িয়ে লিগ টেবিলের চার নম্বরে কেকেআর

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Sep 23, 2021 | 11:31 PM

মুম্বই ইন্ডিয়ান্সকে (MI) হারিয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে কেকেআর (KKR)। রবিবার ধোনির চেন্নাই সুপার কিংসার (CSK) বিরুদ্ধে আবার মাঠে নামবে নতুন ছন্দ খুঁজে পাওয়া কেকেআর।

আরব দেশে বেগুনী ঝড়, মুম্বইকে উড়িয়ে লিগ টেবিলের চার নম্বরে কেকেআর
ত্রিপাঠি আইয়ার জুটি লুটি, মুম্বইকে উড়িয়ে দিল নাইটরা। সৌ: আইপিএল

Follow Us

আবু ধাবি: বৃহস্পতিবারের ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স (KKR vs MI) ম্যাচ শুরুর আগে আইপিএলের (IPL) পয়েন্ট টেবিলে (points table) টেবিলের চার (fourth) নম্বরে ছিল রোহিতের মুম্বই। নাইটরা ছিল ছয় নম্বরে। তবে মরু ঝড়ের দেশে বেগুনী ঝড় তুলে লিগ টেবিল বদলে দিল কলকাতা। ২৯ বল বাকি থাকতে মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) সাত উইকেটে হারাল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথমে মাপা বোলিং। তারপর ব্যাট হাতে রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi) ও ভেঙ্কটেশ আইয়ারার (Venkatesh Iyer) মেজাজ। ৪২ বলে ৭৪ রানে অপরাজিত থাকলেন ত্রিপাঠি। ৩০ বলে ৫৩ রান ভেঙ্কটেশের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে যে দাপটের সঙ্গে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, সেই দাপটটাই দেখা গেল মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও।

টস জিতেও প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। সিদ্ধান্তটা প্রথমে ভুল মনে হলেও অধিনায়াকের সম্মান রাখলেন বোলাররা। রোহিত-ডিককের ৭৮ রানের পার্টনারশিপের পরও পোলার্ডদের বেঁধে রাখলেন ফার্গুসন, বরুণ, নারিনরা। ডিকেক হাফ সেঞ্চুরি ছাড়া আরও কেও নিজেকে মেলে ধরতে পারলেন না। আরসিবির বিরুদ্ধে জোড়া উইকেট নেওয়া রাসেল যদিও বল হাতে এদিন ব্যর্থ।

পাল্টা ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই ব্যাট হাতে ঝড় তুললেন শুভমন গিল ও ভেঙ্কেটেশ আইয়ার। পাওয়ার প্লে শেষ হতেই ৬৩ রান স্কোর বোর্ডে তুলে ফেললো কলকাতা নাইট রাইডার্স। সেখানেই যেন নিজেদের মানসিকতাটা পরিস্কার করে দিল কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শুধু জিতলেই হবে না, জিততে হবে দাপটের সঙ্গে।

 

 

আরসিবি ম্যাচের পর আবার নজর কাড়লেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। টপ অর্ডারে যেন নতুন রাসেলকে পেয়ে গেছেন ম্যাকালাম। উল্টো দিকে আন্তর্জাতিক ক্রিকেটের নামজাদা বোলাররা থাকলেও ভেঙ্কি নিজের মেজাজে। রোহিতের দলের কোনও অস্ত্রই কাজ দিল না। কেরিয়ারার দ্বিতীয় ম্যাচে প্রথম হাফ সেঞ্চুরি। বুমরা, বোল্ট, মিলনের মত বোলারদের বাউন্ডিরার বাইরে ফেলে ৩০ বলে ৫৩ রানের ইনিংস।

আইয়ারের ঝড় সামাল দেওয়ার আগে হিটম্যানের দলের সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এলেন রাহুল ত্রিপাঠি (Rahul Tripathi)। পলকে তিনিও পার করলেন হাফ সেঞ্চুরির সীমা। জয়ের সীমাটাও পার করলেন রাহুল। অপরাজিত থাকলেন ৭৪ রানে।

 

 

মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের চার নম্বরে কেকেআর। রবিবার ধোনির চেন্নাই সুপার কিংসার বিরুদ্ধে আবার মাঠে নামবে নতুন ছন্দ খুঁজে পাওয়া কেকেআর।

Next Article