TV9 বাংলা ডিজিটাল – গত রবিবারই জিতেছেন বাহারিন গ্রাঁ প্রি। সেই লুইস হ্যামিল্টন (Lewis Hamilton) নেই বাহারিনের সাকির গ্রাঁ প্রি-তে। করোনায় আক্রান্ত হওয়ায় রেস থেকে নাম তুলে নিলেন ফর্মুলা ওয়ানের সাত বারের বিশ্ব চ্যাম্পিয়ন।
আরও পড়ুন – অলিম্পিকের আগে চাই করোনা ভ্যাকসিন, দাবি সুশীল কুমারের
সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর কিছু উপসর্গ ধরা পড়েছিল হ্যামিল্টনের। তার পরই পরীক্ষা করা হয় তাঁর। করোনা পজিটিভ আসে (covid 19)। এক বিবৃতিতে ফর্মুলা ওয়ানের (Formula one) গভর্নিং বডি বলেছে, ‘করোনা ক্ষেত্রে যে নিময় বলবৎ হয়েছে, সেই অনুযায়ী বাহারিন রেসে ওকে পাওয়া যাচ্ছে না। আপাতত আইসোলেশনে রয়েছেন হ্যামিল্টন।’
এই মরসুমেও দুরন্ত ফর্মে আছেন হ্যামিল্টন। ইতিমধ্যেই সপ্তম বিশ্ব খেতাব নিশ্চিত করে ফেলেছেন। এই রেসটা জিতলে বাহারিনেই পর পর দু’বার পোডিয়াম ফিনিশ করতেন তিনি।
তাঁর টিম মার্সিডিজের তরফে হ্যামিল্টনকে নিয়ে বলা হয়েছে, ‘ওঁর পর পর দুটো টেস্ট পজিটিভ এসেছে। করোনা নিয়মের জন্য ওঁকে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। তবে সামান্য কিছু উপসর্গ ছাড়া হ্যামিল্টন যথেষ্ট সুস্থ আছেন। আশা করছি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন।’