অলিম্পিকের আগে চাই করোনা ভ্যাকসিন, দাবি সুশীল কুমারের

অ্যাথলিটদের করোনা ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকারের দাবি তুললেন অলিম্পিকে জোড়া পদক জয়ী সুশীল কুমার(Sushil Kumar)।

অলিম্পিকের আগে চাই করোনা ভ্যাকসিন, দাবি সুশীল কুমারের
অলিম্পিকের আগে খেলোয়াড়দের সতর্ক থাকার পরামর্শ সুশীল কুমারের।(Sushil Kumar)। ছবি সৌজন্যে - টুইটার (সুশীল কুমার)
Follow Us:
| Updated on: Dec 01, 2020 | 6:43 PM

TV9 বাংলা ডিজিটাল – আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই শুরু হবে টোকিও অলিম্পিক (Olympics)। করোনা পরিস্থিতির জন্য একবছর পিছিয়ে দেওয়া হয়েছিল ২০২০ টোকিও অলিম্পিক। কিন্তু ২০২১ সালেও যে খুব স্বাভাবিক ছন্দে অলিম্পিক আয়োজন করা হবে তার কোনও নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। অলিম্পিক কমিটি ও অয়োজকরাও পরিস্থিতির ওপর নজর রাখছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকা দাবি করছেন আগামী বছরের শুরুতেই বাজারে চলে আসবে করোনা ভ্যাকসিন (corona vaccin)।

আরও পড়ুন – মৃত্যুর ৭দিন আগে মাথায় চোট পান মারাদোনা, চাঞ্চল্যকর দাবি

এই অবস্থায় দাঁড়িয়ে, অ্যাথলিটদের ভ্যাকসিন প্রয়োগে অগ্রাধিকারের দাবিই তুললেন অলিম্পিকে জোড়া পদক জয়ী সুশীল কুমার(Sushil Kumar)। তাঁর মতে, ‘অনেক খেলোয়াড় (athletes) অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাঁদের। অনেক খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। তাই অলিম্পিকের আগে খেলোয়াড়দের কোরান ভ্যাকসিন দিতেই হবে।’

করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার দাবির পাশাপাশি, সুশীল কুমার খেলোয়াড়দেরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। একটা ছোট্ট ভুল, অলিম্পিকের স্বপ্ন ভেঙে দিতে পারে। সুশীলেন মতে ক্রীড়াবিদদের মাথায় রাখতে হবে তাঁরা অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছেন, কোনও রাজ্য চ্যাম্পিয়নশিপের নয়। চারিদিকে ঝুঁকি রয়েছে, কিন্তু সেই ঝুঁকির মাঝেও সতর্ক থাকতে হবে সবাইকে।