লিভারপুলকে জার্মানিতে ঢুকতে দিল না প্রশাসন

sushovan mukherjee |

Feb 05, 2021 | 2:11 PM

সূত্রের খবর, প্রথম পর্বের ম্যাচটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চাইছে উয়েফা। সেক্ষেত্রে অ্যানফিল্ডে ঘরের মাঠে লিপজিগের বিরুদ্ধে নামবে লিভারপুল। ফিরতি পর্বের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

লিভারপুলকে জার্মানিতে ঢুকতে দিল না প্রশাসন
ছবি-টুইটার

Follow Us

বার্লিন: চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে লিভারপুলকে জার্মানিতে ঢুকতে দিল না জার্মান প্রশাসন। ১৬ ফেব্রুয়ারি লিপজিগের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সালাহদের। ব্রিটেনে নতুন প্রজাতির করোনাভাইরাস ছড়িয়েছে। আর তার জেরেই ইংল্যান্ডের দলকে জার্মানিতে প্রবেশের অনুমতি দিল না সেখানকার প্রশাসন। ব্রিটেন-জার্মানি বিমান পরিষেবাও স্থগিত রাখা হয়েছে।

লিভারপুলের জার্মানিতে প্রবেশের আবেদন খারিজ করে দিয়েছে সেখানকার ফেডেরাল পুলিশ। ১৬ তারিখ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচে লিপজিগের মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুল-লিপজিগের। জার্মান প্রশাসন লিভারপুলকে প্রবেশের অনুমতি না দেওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে সরানোর জন্য উয়েফার কাছে আর্জি জানাবে লিপজিগের। সূত্রের খবর, প্রথম পর্বের ম্যাচটি নির্ধারিত সময়েই আয়োজন করতে চাইছে উয়েফা। সেক্ষেত্রে অ্যানফিল্ডে ঘরের মাঠে লিপজিগের বিরুদ্ধে নামবে লিভারপুল। ফিরতি পর্বের ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:৫ ফেব্রুয়ারি ! রোনাল্ডো মিশলেন নেইমার-তেভেজে

লিভারপুলের মাঠে প্রথম পর্বের ম্যাচটি অনুষ্ঠিত হলে দেশে ফিরে কোয়ারান্টিনে যেতে হবে লিপজিগের ফুটবলারদের। ২৪ তারিখ বোরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার সিটির প্রথম পর্বের ম্যাচটিও পিছিয়ে যেতে পারে।

Next Article