L.A. Olympics 2028: লস অ্যাঞ্জেলস অলিম্পিক শুরু ১৪ জুলাই, উদ্বোধনী অনুষ্ঠান দু জায়গায়

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 20, 2022 | 7:30 AM

গ্রীষ্মকালীন অলিম্পিক শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অর্থাৎ ১৫ অগস্ট থেকে প্যারা অলিম্পিকও শুরু হবে।

L.A. Olympics 2028: লস অ্যাঞ্জেলস অলিম্পিক শুরু ১৪ জুলাই, উদ্বোধনী অনুষ্ঠান দু জায়গায়
Image Credit source: TWITTER

Follow Us

 

লস অ্যাঞ্জেলস : ‘অবশেষে। দিন গোনা শুরু হল।’ এমনটাই মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে সুইমার জেনেট ইভান্সের। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের দিন ঘোষণা হল। ১৪ জুলাই শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক (2028 Summer Olympics)। এলএ২৮ (LA28) আয়োজকদের তরফে ঘোষণা করা হয়েছে, ১৪ জুলাই কলিসিয়াম এবং সোফি স্টেডিয়ামে দুটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। গেমস শেষ হচ্ছে ৩০ জুলাই। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ (Thomas Bach) বলেন, ‘লস অ্যাঞ্জেলসের পাশাপাশি বিশ্বের সকলেই দেখবে, সবচেয়ে বড় অলিম্পিক গেমস। দিন হিসেবে হয়তো মাত্র ১৬ দিনের ইভেন্ট। তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে। আমরা সকলেই অপেক্ষা শুরু করলাম। অলিম্পিক মশাল জ্বলার অপেক্ষায়। প্রায় ৬ বছরের মধ্যে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক মশাল জ্বলবে।’

গ্রীষ্মকালীন অলিম্পিক শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অর্থাৎ ১৫ অগস্ট থেকে প্যারা অলিম্পিকও শুরু হবে। অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়ে যতটা উচ্ছ্বসিত, তেমনই সতর্কও। লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেত্তি বলছেন, অলিম্পিক শুরুর আগে আমাদের প্রচুর কাজ বাকি। আর্থিক বিষয় নিয়েও প্রচুর ভাবনার জায়গা রয়েছে। বাজেটে ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেন না, অনেক ক্ষেত্রেই দেখা যায়, অলিম্পিক আয়োজন ভালোভাবে করলেও আর্থিক সমস্যা হয়। নতুন করে পরিকাঠামো তৈরি না করে, পুরনো পরিকাঠামো কী ভাবে কাজে লাগানো যায়, সেদিকেই নজর থাকবে। সব মিলিয়ে প্রায় ভারতীয় ৫৬ হাজার কোটি টাকার বাজেট। নানা স্পনসরদের সঙ্গে কথা বলছে তারা।

শুধুমাত্র আর্থিক বিষয়টাই তাদের মূল চিন্তা নয়। স্থানীয় ব্যবসায় অলিম্পিক কেমন প্রভাব ফেলবে সে দিকটাতেও নজর থাকছে। ১৯৩২-এ প্রথমবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল লস অ্যাঞ্জেলস। শেষ বার এই শহরে অলিম্পিক হয়েছিল ১৯৮৪ তে। সব মিলিয়ে মোট তিন বার অলিম্পিক আয়োজন করেছে। ফের একবার অলিম্পিক আয়োজনের সুযোগ। স্বাভাবিক ভাবেই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে মরিয়া আয়োজক কমিটি।

Next Article