Watch Video: মেজাজটাই আসল ভিলেন, রিংয়ে নামার আগে প্রতিপক্ষকে চড় মেরে বসলেন টাইসন

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 15, 2024 | 4:24 PM

Mike Tyson-Boxing: তাতে কী, নাম টাইসন তো! ২৭ বছরের জেক পলের সঙ্গে একটা ম্যাচের আয়োজন করা হয়েছে। যার উদ্যোক্তা। শনিবার ভোররাতে ওই বাউট। তার আগে টাইসন আবার হারালেন মেজাজ। সাংবাদিক সম্মেলনে চড় মেরে বসলেন প্রতিপক্ষকে। এই ঘটনায় আবার তোলপাড় বক্সিং দুনিয়া।

Watch Video: মেজাজটাই আসল ভিলেন, রিংয়ে নামার আগে প্রতিপক্ষকে চড় মেরে বসলেন টাইসন
Image Credit source: PTI FILE

Follow Us

কলকাতা: মেজাজটাই তো আসল ভিলেন! মাইক টাইসনের জন্য কেন খাপে-খাপে এঁটে যায় এই কথাগুলো, আরও একবার প্রমাণ করে দিলেন তিনি। বয়স ৫৮ হয়েছে। ১৯ বছর পর রিংয়ে ফিরছেন। তাতে কী, নাম টাইসন তো! ২৭ বছরের জেক পলের সঙ্গে একটা ম্যাচের আয়োজন করা হয়েছে। যার উদ্যোক্তা। শনিবার ভোররাতে ওই বাউট। তার আগে টাইসন আবার হারালেন মেজাজ। সাংবাদিক সম্মেলনে চড় মেরে বসলেন প্রতিপক্ষকে। এই ঘটনায় আবার তোলপাড় বক্সিং দুনিয়া।

টাইসনকে ঘিরে বিতর্কের শেষ নেই। ১৯৯৭ সালের এক বাউটে ইভান্ডার হোলিফিল্ডের কান কামড়ে ছিঁড়ে ফেলেছিলেন। ওই ম্যাচে সাসপেন্ড হয়ে যান। তাতেও থেমে থাকেননি। বারবার বিতর্কে পড়েছেন। ধর্ষনের দায়ে জেলও খেটেছেন ৬ বছর। বক্সিংকে বিদায় জানিয়েছেন অনেকদিন। তাতেও মেজাজ নিয়ন্ত্রণে আনতে পারেননি টাইসন। এ বারের ঘটনাটা ঘটেছে টেক্সাসে। রিংয়ে নামার আগে দুই বক্সারকে সাংবাদিক সামনে আনা হয়েছিল। সেখানে এক মহিলা সাংবাদিক প্রশ্ন করেন, ‘যদি হেরে যান…!’ এতেই চটে যান টাইসন। পলকে সজোরে চড়া মারেন। ‘কথা শেষ’, বলে দেন টাইসন। পল অবশ্য বর্ষীয়ান বক্সারকে তাতাচ্ছিলেন। ব্যাপারটা আরও গড়াতে পারত। হয়নি, নিরাপত্তারক্ষীরা থামিয়ে দেন।

জেক পল অবশ্য থেমে থাকেননি। তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, ‘আমি একবারের জন্যও রাগ করিনি। কিন্তু টাইসন রেগে ছিল। মাইক টাইসন, তোমার চড়টা হয়তো মিষ্টি ছিল। কিন্তু এটা আমি অপমান হিসেবেই নিলাম। রিং থেকে ছিটকে ফেলব তোমাকে।’

বিতর্কে যতই থাকুক, বক্সিং জগতে টাইসন কিংবদন্তিই। ৫০টা জয়ের মধ্যে ৪৪টাতেই নকআউট করেছেন প্রতিপক্ষকে। ৫৮ বছর বয়সে আবার পেশাদার সার্কিটে প্রত্যাবর্তন হতে চলেছে তাঁর। ৩১ বছরের ছোট পলের বিরুদ্ধে নামার তৈরি। দিন কয়েক আগেই টাইসন বলেছেন, ‘যতটা মনে হয়েছিল, আমি তার থেকেও অনেক বেশি শক্তপোক্ত। যখন লড়াইয়ে নামব ঠিক করেছিলাম, মনে হয়েছিল, কী করতে চলেছি! কিন্তু এখন মনে হচ্ছে, আমি লড়াইয়ের জন্য তৈরি।

Next Article