মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে আর চার দিন বাকি। তার আগে আশঙ্কা রাফায়েল নাদালকে নিয়ে। কোমরের চোচ এখনও পুরোপুরি সারেনি তাঁর। মঙ্গলবার এটিপি কাপে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। বৃহস্পতিবারও খেলেননি। যা কিছুটা হলেও অনিশ্চয়তা তৈরি করছে।
নাদাল অবশ্য দেশীয় মিডিয়াকে বলেছেন, ‘এমন নয় যে, চোট নিয়ে খুব খারাপ জায়গায় আছি। আবার এমনও নয় যে, আমি পুরোপুরি ফিট।’
ইতিহাস বলছে, নাদাল গত ১২ বছর অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি। শুধু তাই নয়, কেরিয়ারে মাত্র একবারই জিতেছেন এই গ্র্যান্ড স্লাম খেতাব। নাদাল নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে বলেছেন, ‘আমি উন্নতি করছি। তবে এতটাও ফিট নই যে, সেরা ছন্দে অস্ট্রেলিয়ান ওপেন খেলে দেব।’
আরও পড়ুন:আইনি বিভাগের সম্মতি পেলে শাস্তি কমানোর আবেদন ফাউলারের
বিশ্বের দু’নম্বর টেনিস তারকা এ বার যদি জিততে পারেন অস্ট্রেলিয়ান ওপেন, তা হলে রজার ফেডেরারের ২০টা গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ড ভেঙে দেবেন। নাদাল অবশ্য এ সব নিয়ে ভাবছেন না। তাঁর কথায়, ‘প্রাথমিক বিষয়টার দিকে আগে নজর দিতে হবে। আমার প্রথম লক্ষ্য হল, অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামা। অস্ট্রেলিয়ান ওপেন যদি ভালো না যায় আমার, বাকি মরসুম পড়ে আছে। আমি কোনও দিন গ্র্যান্ড স্লামের প্রতি মোহগ্রস্থ নই।’