কলকাতা: রবি ফাউলারের শাস্তি কমানো নিয়ে এখনই আপিল করছে না এসসি ইস্টবেঙ্গল। পুরো বিষয়টি পাঠিয়ে দেওয়া হয়েছে এসসি ইস্টবেঙ্গলের আইনি বিভাগের কাছে। তারা যা মতামত দেবেন, সেই পথেই হাঁটবে লাল-হলুদ। সাধারণত ৭২ ঘণ্টার মধ্যে শাস্তি কমানোর আবেদন করতে হয়। তাই ফেডারেশনের কাছে আপিল করার জন্য এখনও কিছুটা সময় রয়েছে লাল-হলুদ কর্তাদের।
রেফারি আর ম্যাচ কমিশনারকে অপমানজনক মন্তব্য করে ফেডারেশনের শাস্তির মুখে পড়েন লাল-হলুদ কোচ ফাউলার। ৪ ম্যাচ নির্বাসনের পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ব্রিটিশ কোচকে। এতেই শেষ নয়, নির্বাসন কাটিয়ে মাঠে ফিরলেও ফাউলারের উপর কড়া নজরদারি রাখবে ফেডারেশন।
আরও পড়ুন:পূজারার উইকেট লক্ষ্য করছে রুটের টিম
৪ ম্য়াচ নির্বাসন হওয়ার ফলে জামশেদপুর, হায়দরাবাদ, এটিকে মোহনবাগান আর নর্থ ইস্ট ম্যাচ বেঞ্চে বসতে পারবেন না ফাউলার। আপিল করলে কোচের শাস্তি কিছুটা কমলেও কমতে পারে। তবে তার আগে ফেডারেশনের শঙ্খলারক্ষা কমিটির রায় খতিয়ে দেখতে চাইছে ক্লাবের আইনি বিভাগ। শাস্তি কমার ব্যাপারে নিশ্চিত হলেই সম্ভবত আপিলের রাস্তায় হাঁটবে লাল-হলুদ।