সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee
Feb 05, 2021 | 1:02 PM
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের হয়ে অভিষেক ২০০৩ সালে। দেশের জার্সিতে ৮৫ টি গোল করেছেন।
সিআর সেভেন জুভেন্তাসের জার্সিতে খেলছেন ২০১৮ সাল থেকে। এখনও পর্যন্ত তিনি জুভের হয়ে ৮০ ম্যাচে ৬৭ গোল করেছেন।
নেইমার জুনিয়ারের ব্রাজিলের হয়ে অভিষেক ২০১০ সালে। দেশের জার্সিতে ৬৪ টি গোল করেছেন।
নেইমার পিএসজির জার্সিতে খেলছেন ২০১৭ সাল থেকে। রেকর্ড অঙ্কে এই ক্লাব তাঁকে কিনেছিল। এখনও পর্যন্ত তিনি পিএসজির হয়ে ৬২ ম্যাচে ৫৩ গোল করেছেন।
কার্লোস তেভেস ২০০৪-২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলেছেন। ২০০৪ সালে অলিম্পিকে সোনা জয়ী দলের সদস্য ছিলেন তেভেজ।
কার্লোস ২০১৮ সাল থেকে বোকা জুনিয়ার্স ক্লাবের হয়ে খেলছেন।