National Games Table Tennis: অলিম্পিকের কলঙ্ক ভুলিয়ে ৩ সোনা বাংলার সুতীর্থার

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 24, 2022 | 9:05 PM

Sutirtha Mukherjee: মেয়েদের সিঙ্গলসে সেমিফাইনালে হারিয়েছিলেন তারকা মনিকা বাত্রাকে। ফাইনালে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সৃজা আকুলাকে হারিয়ে সোনা জিতলেন সুতীর্থা।

National Games Table Tennis: অলিম্পিকের কলঙ্ক ভুলিয়ে ৩ সোনা বাংলার সুতীর্থার
Image Credit source: SAI Media

Follow Us

সুরাট: তখনও অলিম্পিকের রেশ কাটেনি। হঠাৎই ভারতীয় খেলাধুলায় চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন মহারাষ্ট্রের এক টেবল টেনিস তারকা। দাবি তুলেছিলেন, বাংলার এক টেবল টেনিস প্লেয়ারকে অলিম্পিকে জায়গা করে দেওয়ার জন্য তাঁকে গড়াপেটায় সামিল হতে হয়েছিল। সেই মনিকা বাত্রা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। অলিম্পিকে ভারতীয় টিমে বাঙালি কোচ সৌম্যদীপ রায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। আদালত রায় দিয়েছিল, মনিকার মতো তারকাদের পাশে থাকতে হবে ফেডারেশনকে। ওই ঘটনার পর রীতিমতো কলঙ্কিত হয়েছিলেন সুতীর্থা মুখোপাধ্যায় নামে এক বাঙালি টিটি প্লেয়ার। নাম না করলেও মনিকার গড়াপেটার অভিযোগের তিরে বিদ্ধ হয়েছিলেন সুতীর্থাই। কী আশ্চর্য, সেই সুতীর্থাই ফিরলেন প্রবল ভাবে। অন্য কাউকে নয়, খোদ মনিকাকে হারিয়েই জাতীয় গেমসের ফাইনালে উঠেছিলেন। সেখানেই থামেননি, ফাইনালে সৃজা আকুলাকে হারিয়ে সোনা জিতলেন বাংলার সুতীর্থা।

মেয়েদের টিম ইভেন্ট, ডাবলস, সিঙ্গলস। ৩৬ তম জাতীয় গেমসে মোট তিনটি সোনা জয় সুতীর্থা মুখোপাধ্যায়ের। টিম ইভন্টে আগেই সোনা জিতেছিলেন। এদিন জিতলেন সিঙ্গলস ও ডাবলসে। সরকারিভাবে জাতীয় গেমস এখনও শুরু হয়নি। টেবল টেনিস বিশ্ব চ্যাম্পিয়নশিপ থাকায় জাতীয় গেমসে এই ইভেন্ট আগে করা হচ্ছে। এ দিন মেয়েদের সিঙ্গলসে সৃজা আকুলাকে ১১-৮, ১১-৭, ১১-৮, ১২-১৪, ১১-৯ ব্যবধানে। মেয়েদের ডাবলসে ঐহিকা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটিতে সোনা জিতলেন সুতীর্থা। কর্ণাটকার যশস্বীনি ঘোড়পড়ে-কুশি ভি জুটিকে ১১-৮, ১১-৫, ১৩-১১ ব্য়বধানে হারায় বাংলার সুতীর্থা-ঐহিকা জুটি।

গত জাতীয় গেমসে ৩টি রুপো এবং ৫ ব্রোঞ্জ ছিল বাংলার। এ বার টিটিতে এল ৪টি সোনা, ১টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক। এর মধ্যে সুতীর্থা মুখোপাধ্যায়েরই তিনটি সোনায় অবদান। মেয়েদের সিঙ্গলসে সেমিফাইনালে হারিয়েছিলেন তারকা মনিকা বাত্রাকে। ফাইনালে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন সৃজা আকুলাকে হারিয়ে সোনা জিতলেন সুতীর্থা। রবিবার সকালে শহরে ফিরছে জাতীয় গেমসে একঝাঁক পদকজয়ী বাংলার টেবল টেনিস দল।

Next Article