EURO 2020 : জয়ের হ্যাটট্রিক ডাচদের, নেদারল্যান্ডসের সঙ্গে শেষ ১৬-য় অস্ট্রিয়াও

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Jun 22, 2021 | 2:14 AM

প্রথমার্ধে ১-০ থাকার পর দ্বিতীয়ার্ধে উইনালডাম ম্যাজিক। মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল উইনালডামের। জয় নিশ্চিত হয় কমলাব্রিগেডের। 

EURO 2020 : জয়ের হ্যাটট্রিক ডাচদের, নেদারল্যান্ডসের সঙ্গে শেষ ১৬-য় অস্ট্রিয়াও
জোড়া গোলের পর সেলিব্রেশন উইনালডামের

Follow Us

নেদরল্যান্ডস- ৩ (মেমফিস ২৪’, উইনালডাম ৫১’,৫৮’)

নর্থ ম্যাসেডোনিয়া- ০


ইউক্রেন-০

অস্ট্রিয়া- ১  ( বমগার্টনার ২১’)

আমস্টারডাম ও বুখারেস্টঃ ৩ ম্য়াচে ৮ গোল। ইউরো কাপের(EURO 2021) স্বপ্নের দৌড় চলছে নেদারল্যান্ডসের(NETHERLANDS)। এদিন নর্থ ম্যাসেডোনিয়াকে(NORTH MACEDONIA) ৩-০ গোলে উড়িয়ে দিয়ে স্বপ্নের দৌড় অব্যাহত রাখল ডাচরা। জয়ের হ্যাটট্রিক করে ইউরোর প্রিকোয়ার্টার ফাইনালে মেমফিস ডিপেরা। এদিনই এই গ্রুপ থেকেই বুখারেস্টে ইউক্রেনকে(UKRAINE) ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে গেল অস্ট্রিয়াও(AUSTRIA)।

দুটি ম্যাচ জিতে আগেই প্রিকোয়ার্টার ফাইনালের টিকিট কনফার্ম হয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের। তাই সোমবার নর্থ ম্যাসেডোনিয়ার ম্যাচ ছিল নিয়মরক্ষার। আর নিয়মরক্ষার ম্যাচেও জয়ের জন্য শুরু থেকেই ঝাঁপিয়েছিল নেদারল্যান্ডস। প্রিকোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার জন্য গ্রুপের শেষ ম্যাচে ইতালি প্রথম একাদগশের ৮জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিল। এদিন একেবারে উল্টোপথে হাঁটল নেদারল্যান্ডস। শক্তিশালী দল নামিয়েই নিয়মরক্ষার ম্যাচও জয়ের জন্য মরিয়া ছিল কমলাবাহিনী।

ম্যাচের ২৪ মিনিটে মেমফিস ডিপের গোলে প্রথমে এগিয়ে যায় নেদারল্যান্ডস।প্রথমার্ধে ১-০ থাকার পর দ্বিতীয়ার্ধে উইনালডাম ম্যাজিক। মাত্র ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল উইনালডামের। জয় নিশ্চিত হয় কমলাব্রিগেডের।

অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে ১-০ গোলে জিতে পরের রাউন্ডে অস্ট্রিয়া। অস্ট্রিয়া ও ইউক্রেন-দুজনের কাছেই এদিনের ম্যাচ ছিল ডু অর ডাই। যেই জিতবে, সেই দলই টিকিট কেটে ফেলবে প্রি কোয়ার্টার ফাইনালের। ম্যাচের মাত্র ২১ মিনিটে বমগার্টনারের গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া। শেষ পর্যন্ত ১-০ গোলেই ম্যাচ জেতে অস্ট্রিয়া।

এদিন নেদারল্যান্ডসের কাছে হেরে ইউরো কাপ থেকে বিদায় নিল নর্থ ম্যাসেডোনিয়া। এদিন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নর্থ ম্যাসেডোনিয়া অধিনায়ক পান্ডেভ। এটি ছিল তাঁর দেশের হয়ে ১২২ তম ম্যাচ।

 

Next Article