Tennis: ম্যাচ হেরে প্রতিপক্ষকে চড়, দেখুন ভিডিও

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Apr 06, 2022 | 5:41 PM

সোমবারের এই ঘটনা আমেরিকার খবরের কাগজে জায়গা করে নেয়। নিউ ইয়র্ক পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ভিডিওটি। টেনিস বিশ্বের বড় অংশের মানুষ সহ হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেন।

Tennis: ম্যাচ হেরে প্রতিপক্ষকে চড়, দেখুন ভিডিও
ম্যাচ হেরে চড়!
Image Credit source: Twitter

Follow Us

ঘানা: এমন একটা টেনিস ম্যাচ সচরাচর সংবাদ শিরোনামে উঠে আসে না। কিন্তু ফ্রান্সের (France) ১৫ বছরের এক টেনিস (Tennis) খেলোয়াড় এমন কাণ্ড করে বসলেন যে ঘটনা ভাইরাল (Viral) হয়ে গেল। একটা ম্যাচে হার। আর ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানোর নাম করে এসে তাঁকে চড় মারলেন। দর্শক আসনে বসে কয়েকজন সেই ভিডিও ক্যামেরাবন্দি করে পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। ঝড়ে গতিতে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনার পর দুই খেলোয়াড় জড়িয়ে পরেছিলেন হাতহাতিতে। প্রশ্ন মাত্র ১৫ বছর বয়সে এমন কাণ্ড! ম্যাচ হারের ধাক্কা সামলাতে না পেরে এত কম বয়সে এই কাণ্ড ঘটানোর সহসটাই বা পেলেন কি করে ফ্রান্সের মিচেল কোয়ামে?

 

 

আইটিএফ (ITF) জুনিয়র টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের শীর্ষবাছাই খেলোয়াড় মিচেল কোয়াম (Michael Michael) ও ঘানার রাফায়েল নি আঁকরা। ম্যাচের প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন মিচেল। দ্বিতীয় সেটে টাইব্রেকারে জেতেন তিনি। কিন্তু তৃতীয় সেটে আবার হারতে হয় শীর্ষ বাছাই খেলোয়াড়কে। হারের ধাক্কা সামলাতে না পেরেই ম্যাচ শেষে কোর্টের মাঝে দাঁড়িয়ে হাত মেলানোর বদলে প্রতিপক্ষের রাফালেয়কে চড় কষিয়ে দেন মিচেল। এই চড় কাণ্ডের পরই শুরু হয়ে যায় অশান্তি। চড় হজম করে না পেরে মিচেলের ওপর পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করেন রাফায়েল। আর তাঁকে আটকানোর চেষ্টা করেন তাঁর কোচ। সেই সুযোগে কোর্ট ছেড়ে পালিয়ে যান মিচেল।

 

 

সোমবারের এই ঘটনা আমেরিকার খবরের কাগজে জায়গা করে নেয়। নিউ ইয়র্ক পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ভিডিওটি। টেনিস বিশ্বের বড় অংশের মানুষ সহ হাজার হাজার মানুষ এই ভিডিও দেখেন। কারও কাছে বিষয়টি মজার। কেউ আবার ১৫ বছরের ফরাসি টেনিস খেলোয়াড়ের কাণ্ড দেখে হতবাক। কড়া শাস্তির দাবি তুলেছেন, যাতে জুনিয়র পর্যায়ের খেলোয়াড়দের কাছে সেটা দৃষ্টান্ত হয়ে থাকে।

 

আরও  পড়ুন : IPL 2022: ট্রাফিক জ্যামে আটকে এ কী করলেন সচিন তেন্ডুলকর? দেখুন ভিডিও

Next Article
Korea Open 2022: দুরন্ত প্রত্যাবর্তন, কোরিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য
Korea Open: জয় দিয়ে যাত্রা শুরু সিন্ধু, শ্রীকান্তের