নয়াদিল্লি: ভারতের মাটিতে এখন চলছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি (Asian Champions Trophy)। আজ, ৯ অগস্ট চেন্নাইয়ে ভারত-পাক (India vs Pakistan) মেগা ম্যাচ। এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ক্রিকেট, ফুটবল হোক বা হকি যে কোনও খেলায় ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই সেই ম্যাচের পারদ তরতরিয়ে বাড়তে থাকে। সমর্থকদের মধ্যে হতে থাকে বাগযুদ্ধ। এ বার হকিতে থাকছে ব্যাক-টু-ব্যাক ভারত-পাক ম্যাচ। অগস্টে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই যুযুধান দুই দল মুখোমুখি হচ্ছে। এর পর সেপ্টেম্বরে এশিয়ান গেমসে (Asian Games) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এক ঝলকে দেখে নিন ১৯তম এশিয়ান গেমসে ভারতের পুরুষ হকি দল এবং মহিলা টিমের সূচি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
১৯তম এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি টিম ও মহিলা দল রয়েছে পুল-এ-তে। হরমনপ্রীত সিংদের এশিয়ান গেমসে প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। আর টানটান ভারত-পাক ম্যাচ রয়েছে ৩০ সেপ্টেম্বর। অন্যদিকে ভারতীয় মহিলা হকি টিমের এশিয়ান গেমস যাত্রা শুরু হবে ২৭ সেপ্টেম্বর।
এশিয়ার দেশগুলির মধ্য়ে এশিয়ান গেমসে সবচেয়ে ভালো পারফর্ম্যান্স ভারতীয় পুরুষ হকি দলের। তারা ১৯৬৬, ১৯৯৮ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসে জিতেছিল। অন্যদিকে ভারতীয় মহিলা ফুটবল টিম উদ্বোধনী এশিয়া কাপে, ১৯৮২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। সে বার পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতীয় মহিলা হকি প্লেয়ারদের কোনও টিম হারাতে পারেনি।
এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দলের সূচি —
এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দলের সূচি —