Wimbledon 2022: উইম্বলডনের সেমিতে উতরে গেলে রাফা-নোভাকের স্বপ্নের ফাইনাল দেখবে টেনিসপ্রেমীরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 07, 2022 | 6:00 PM

আর মাত্র তিন দিন চলবে ঘাসের কোর্টের রোমাঞ্চকর লড়াই। এ বার শুধু সেমিফাইনাল ও ফাইনালের পালা।

Wimbledon 2022: উইম্বলডনের সেমিতে উতরে গেলে রাফা-নোভাকের স্বপ্নের ফাইনাল দেখবে টেনিসপ্রেমীরা
উইম্বলডনের সেমিতে উতরে গেলে রাফা-নোভাকের স্বপ্নের ফাইনাল দেখবে টেনিসপ্রেমীরা
Image Credit source: Wimbledon Twitter

Follow Us

লন্ডন: শেষবেলায় এসে দাঁড়িয়েছে টেনিসের মহোৎসব। ২০ জুন শুরু হয়েছিল এ বারের উইম্বলডন (Wimbledon)। আর মাত্র তিন দিন চলবে ঘাসের কোর্টের রোমাঞ্চকর লড়াই। এ বার শুধু সেমিফাইনাল ও ফাইনালের পালা। পয়েন্ট সিস্টেম নেই বলে কিন্তু মোটেও জৌলুস হায়ারনি বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম। আগামীকাল, শুক্রবার (৮ জুলাই) এ বারের উইম্বলডনে পুরুষদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) নামবেন ব্রিটিশ টেনিস প্লেয়ার ক্যামেরন নুরির মুখে। অন্যদিকে অপর সেমিতে অজি টেনিস তারকা নিক কির্গিওসের বিরুদ্ধে নামবেন ২২টি গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদাল (Rafael Nadal)। উইম্বলডনের ফাইনাল দর্শকদের জন্য আরও আকর্ষণীয় হবে যদি সেখানে মুখোমুখি হন রাফা-নোভাক।

সেমিফাইনালের লড়াইয়ের নামার আগে জকোভিচ ও নরির হেড টু হেডে নজর দিলে দেখা যায়, এর আগে একবার মুখোমুখি হয়েছিলেন দু’জন। তাতে জিতেছিলেন জকোভিচ। পাশাপাশি অপর দুই সেমিফাইনালিস্টের হেড টু হেডে চোখ রাখলে দেখা যাবে নিকের বিরুদ্ধে মোট ৯টি ম্যাচে খেলেছেন রাফা। তার মধ্যে ৬টিতে জয় রাফার। এবং ৩টিতে জিতেছিলেন নিক।

এ বছর দুটি গ্র্যান্ড স্লাম ইতিমধ্যেই জিতেছেন রাফা। তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডনের শেষ চারে পৌঁছে গিয়েছেন রাফায়েল নাদাল। পাঁচ সেটের থ্রিলারের মাঝে মেডিকাল ব্রেকও নিতে হয়েছিল রাফাকে। তবে সেমিফাইনালে ওঠার পথে, শেষ অবধি টাইব্রেকারে তিনি হারান টেলর ফ্রিৎজকে। গ্র্যান্ড স্লামের মঞ্চে ৩১০ তম ম্য়াচ জিতে নিলেন রাফা। তাঁর পক্ষে ম্যাচের ফল ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪)।

বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে রাফার প্রতিপক্ষ ছন্দে থাকা অজি টেনিস প্লেয়ার নিক কির্গিওস। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিনি রয়েছেন ৪০ নম্বরে। কোয়ার্টার ফাইনালে নিক ৬-৪, ৬-৩, ৭-৬ (৫) ফলাফলে হারান ক্রিশ্চিয়ান গারিনকে। তলপেটের সমস্যার সঙ্গে পায়ের চোট রয়েছে নাদালেন। ফলে উইম্বলডনের সেমিফাইনালে আদৌ খেলতে পারবেন কি না রাফা, তা নিশ্চিত নয়। আর যদি খেলতে পারেন, তা হলে ছন্দে থাকা নিককে হারাতে হবে তাঁকে।

অন্য সেমিফাইনালে নোভাকের প্রতিপক্ষ হলেন ক্যামেরন নুরি। কোয়ার্টার ফাইনালে ডেভিড গফিনকে পাঁচ সেটের ম্যাচে হারান নুরি। শেষ অবধি ৩-৬, ৭-৫, ২-৬, ৬-৩, ৭-৫ ফলাফলে জেতেন নুরি। বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ১২ নম্বরে রয়েছেন নুরি। কেরিয়ারে প্রথমবার কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে উঠলেন ক্য়ামেরন নুরি।

সেমিতে ওঠার জন্য রাফার মতো অত কঠিন লড়াই করতে না হলেও, পিছিয়ে থেকেও দুরন্ত জয় ছিনিয়ে নেন জকোভিচ। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ জানিক সিনার প্রথম দুটো সেটে নোভাককে পিছনে ফেলে দেন। সামান্য বিরতি নিয়ে বাকি তিন সেট জিতে বাজিমাত করেন জকোভিচ। ম্যাচের ফল ৫-৭, ২-৬, ৬-৩, ৬-২, ৬-২।

Next Article