Anju Bobby George Birthday: ৪৬-এ পা দিলেন অঞ্জু ববি জর্জ
আজ প্রাক্তন ভারতীয় অ্যাথলিট অঞ্জু ববি জর্জের জন্মদিন। ১৯৭৭ সালে জন্মগ্রহণ করেন অঞ্জু। ২০০৩ সালে প্যারিসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন ভারতীয় লং জাম্পার। এরপরই ইতিহাসের বুকে নিজের নাম খোদাই করেন অঞ্জু। প্রথম ভারতীয় মহিলা লং জাম্পার হিসেবে ৬.৭০ মিটার লাফিয়ে পদক জেতেন আন্তর্জাতিক মঞ্চে। এখন অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অঞ্জু ববি জর্জ।