বেলগ্রেড: সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত হওয়া বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ (Wrestling World Championships) থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় কুস্তিগীর অন্তিম পাঙ্ঘালকে (Antim Panghal)। সোনা-রূপো আসেনি ঠিকই, কিন্তু ১৯ বছর বয়সী ভারতীয় কুস্তিগীর অন্তিম বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পেয়েছেন। একইসঙ্গে মহিলাদের ৫৩ কেজি বিভাগে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের (Paris Olympics) ছাড়পত্রও পেয়েছেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পাওয়া ষষ্ঠ ভারতীয় মহিলা কুস্তিগীর হলেন অন্তিম পাঙ্ঘাল। বেলগ্রেডে হওয়া বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অন্তিম পাঙ্ঘাল সুইডেনের এমা জোনা ডেনিস মালমগ্রেন, দু’বারের ইউরোপীয় চ্যাম্পিয়নকে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছেন। টেকনিক্যাল সুপিরিয়রিটির মাধ্যমে এই বাউটের শেষে জেতেন অন্তিম পাঙ্ঘাল। তারপরই পুরুষ ও মহিলাদের মধ্যে প্রথম ভারতীয় কুস্তিগীর হিসেবে প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন অন্তিম।
দু’বারের বিশ্ব অনূর্ধ্ব-২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন অন্তিম পাঙ্ঘাল ১৬-৬ ব্যবধানে হারিয়েছেন এমা জোনা ডেনিসকে। এ দিকে, ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপের রূপো পাওয়া গুরপ্রীত সিং (৭৭ কেজি) এবং অজয় (৫৫ কেজি) বৃহস্পতিবার বেলগ্রেডে গ্রিকো-রোমান কুস্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ৩২ বাউটের রাউন্ডে হেরে যান। সাজন (৮২ কেজি) অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় গ্রেকো-রোমান পদক বিজয়ী এবং মেহর সিং (১৩০ কেজি) যোগ্যতা অর্জন পর্বেই হেরে যান।
সপ্তাহের শুরুতে, বেলগ্রেডে ১০ জন ভারতীয় পুরুষ ফ্রিস্টাইল কুস্তিগীর একটিও পদক জিততে পারেননি। কেউ অলিম্পিক কোটাও নিশ্চিত করতে পারেনি। ভারতীয় পুরুষদের ৭০ কেজি ফ্রিস্টাইল কুস্তিগীর অভিমন্যু আর্মেনিয়ার আরমান আন্দ্রেসিয়ানের কাছে ব্রোঞ্জ পদকের ম্যাচে হেরে যান। এবং অল্পের জন্য অলিম্পিকের ছাড়পত্র হাতছাড়া হয় অভিমন্যুর।
মনীষা (৬২ কেজি), প্রিয়াঙ্কা (৬৮ কেজি) এবং জ্যোতি বেরওয়াল (৭২কেজি), ইতিমধ্যে তাঁদের নিজ নিজ মহিলাদের ফ্রিস্টাইল বিভাগে পদক পাননি। ভারতীয় কুস্তিগীররা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) পতাকার অধীনে টুর্নামেন্টে অংশ নিয়েছেন। কারণ দেশের রেসলিং ফেডারেশন – রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে (WFI) – নির্বাসিত করা হয়েছে।