Asian Games 2023, Highlights, Day 12: এশিয়ান গেমস থেকে আজ ভারতে এল ৩ সোনা-সহ ৫ পদক

Oct 05, 2023 | 10:39 PM

Asian Games 2023 Day 12 Live Updates in Bengali: আজ এশিয়াডের ১২ নম্বর দিন। হানঝাউ গেমসে আজ আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, তাস, দাবা, হকি, জি-জিটসু, কায়াকিং ও ক্যানোয়িং, কাবাডি, রোলার স্কেটিং, সেপাক তাকরাও, সফট টেনিস, স্পোর্টস ক্লাইম্বিং, স্কোয়াশ ও কুস্তিতে অংশ নিয়েছিলেন ভারতের অ্যাথলিটরা। এশিয়ান গেমসের পুঙ্খানুপুঙ্খ আপডেট জানতে নজর রাখুন এই লাইভব্লগে।

Asian Games 2023, Highlights, Day 12: এশিয়ান গেমস থেকে আজ ভারতে এল ৩ সোনা-সহ ৫ পদক
১৯তম এশিয়ান গেমসের আজ ১২ নম্বর দিন।

Follow Us

হানঝাউ: চিনে চলতি এশিয়ান গেমসে ভারতের অ্যাথলিটরা দাপট দেখাচ্ছেন। ১২তম দিনের শেষে ভারতের ঝুলিতে মোট পদক এসেছে ৮৬টি। এশিয়ান গেমসের (Asian Games 2023) আজ ১২ নম্বর দিন ছিল। এই মাল্টি স্পোর্টস ইভেন্ট শেষ হবে ৮ অক্টোবর। আজ, বৃহস্পতিবার ভারতের অ্যাথলিটরা ১৫টি ইভেন্টে পারফর্ম করলেন। তাতে ৯৩ জন ভারতীয় অ্যাথলিটকে দেখা গেল। আজ এল ৫টি পদক। হানঝাউ গেমসে আজ ১২তম দিনে আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, তাস, দাবা, হকি, জি-জিটসু, কায়াকিং ও ক্যানোয়িং, কাবাডি, রোলার স্কেটিং, সেপাক তাকরাও, সফট টেনিস, স্পোর্টস ক্লাইম্বিং, স্কোয়াশ ও কুস্তিতে অংশ নিয়েছিলেন ভারতের অ্যাথলিটরা। ১২ নম্বর দিনের শেষে পদক তালিকায় ভারত ৪ নম্বরেই রয়েছে ভারত। ঝুলিতে রয়েছে ২১টি সোনা, ৩২টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল এশিয়ান গেমসের ১২ নম্বর দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Oct 2023 10:39 PM (IST)

    Asian Games: আজ এল কত পদক?

    ১২ নম্বর দিনের শেষে পদক তালিকায় ভারত ৪ নম্বরেই রয়েছে ভারত। ঝুলিতে রয়েছে ২১টি সোনা, ৩২টি রুপো এবং ৩৩টি ব্রোঞ্জ। ভারতের মোট পদক সংখ্যা ৮৬টি।

  • 05 Oct 2023 07:51 PM (IST)

    Asian Games, Badminton: সেমিফাইনালে সাত্বিক-চিরাগ

    এশিয়ান গেমসে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠি। তাঁরা কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের জুটিকে হারিয়েছেন ২১-৭, ২১-৯ ব্যবধানে।


  • 05 Oct 2023 06:05 PM (IST)

    Asian Games 2023: ১২ নম্বর দিনে আপাতত ভারতে এসেছে কতগুলি পদক?

    এখনও অবধি আজ, বৃহস্পতিবার ভারতে এসেছে ৩টি সোনা, ১টি রুপো এবং ১টি ব্রোঞ্জ।

     

  • 05 Oct 2023 05:30 PM (IST)

    Asian Games, Wrestling: ব্রোঞ্জ পেলেন অন্তিম

    মঙ্গোলিয়ার কুস্তিগিরকে ৩-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পেলেন ভারতের ১৯ বছর বয়সী কুস্তিগির অন্তিম পাঙ্ঘাল।

  • 05 Oct 2023 04:27 PM (IST)

    Asian Games, Squash: স্কোয়াশে রুপো পেলেন সৌরভ

    এশিয়ান গেমসে পুরুষদের স্কোয়াশের ফাইনালে হেরে গেলেন ভারতের সৌরভ ঘোষাল। তিনি রুপো পেলেন।

  • 05 Oct 2023 03:48 PM (IST)

    Asian Games, Squash: স্কোয়াশে পুরুষদের ফাইনাল চলছে

    এশিয়ান গেমসে স্কোয়াশে পুরুষদের ফাইনালে অ্যাকশনে সৌরভ ঘোষাল।

  • 05 Oct 2023 03:09 PM (IST)

    Asian Games, Hockey: সেমিতে হেরে গেল ভারতের মেয়েরা

    সেমিফাইনালে চিনের কাছে হেরে গেল ভারতীয় মহিলা হকি টিম। শেষ ১১টি ম্যাচের সাক্ষাতে চিনের কাছে এই প্রথম হারল ভারতের মেয়েরা। এর আগে ২০১৬ সালের নভেম্বরে চিনের কাছে হেরেছিল ভারতীয় মহিলা হকি টিম। এ বার সবিতা পুনিয়া-বন্দনারা ব্রোঞ্জ পদক ম্যাচে খেলবেন।

  • 05 Oct 2023 02:54 PM (IST)

    Asian Games, Kabaddi: সেমিফাইনালে ভারত

    আগামিকাল এশিয়ান গেমসে পুরুষদের কাবাডিতে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ। আজ, জাপানকে ৫৬-৩০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারতের ছেলেরা। কাবাডিতে গ্রুপ পর্বের ৪টি ম্যাচই জিতেছে ভারত।

  • 05 Oct 2023 02:31 PM (IST)

    Asian Games, Archery: পুরুষদের কমপাউন্ডে সোনা জিতলেন ভারতের ছেলেরা

    এশিয়ান গেমসে আর্চারিতে পুরুষদের কমপাউন্ডে সোনা জিতলেন ভারতের ছেলেরা।

  • 05 Oct 2023 09:35 AM (IST)

    Asian Games, ARCHERY: আর্চারিতে সোনা ভারতের মেয়েদের

    এশিয়ান গেমসে আর্চারিতে কমপাউন্ডে ভারতের মেয়েরা চাইনিজ তাইপে টিমকে হারালেন। সোনা জিতলেন অদিতি-জ্যোতি-পারনীতরা। এটি এ বারের এশিয়ান গেমস থেকে ভারতের ১৯তম সোনার পদক এবং মোট ৮২তম পদক।

     

  • 05 Oct 2023 09:02 AM (IST)

    Asian Games, Wrestling: সেমিফাইনালে পূজা

    ভারতের কুস্তিগির পূজা গেহলট এশিয়ান গেমসে মেয়েদের ৫০ কেজি বিভাগে পৌঁছে গেলেন সেমিফাইনালে। তিনি ৫-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন মঙ্গোলিয়ার কুস্তিগিরকে।

  • 05 Oct 2023 08:51 AM (IST)

    Asian Games, Wrestling: হেরে গেলেন অন্তিম

    এশিয়ান গেমসে মেয়েদের ৫৩ কেজি বিভাগে ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন আকারি ফুজিনামার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন ভারতের অন্তিম পাঙ্ঘাল। রেপেচেজে অবশ্য অন্তিমের কাছে সুযোগ থাকবে ব্রোঞ্জ পাওয়ার।
  • 05 Oct 2023 08:28 AM (IST)

    Asian Games, Archery: আর্চারির কমপাউন্ড ফাইনালে ভারতে মেয়েরা

    দুরন্ত ছন্দে ভারতের মেয়েরা। আর্চারির কমপাউন্ড ফাইনালে পৌঁছে গেলেন জ্যোতি-অদিতি-পারনীতরা। এই ত্রয়ী ইন্দোনেশিয়াকে হারিয়েছে ২৩৩-২১৯ ব্যবধানে। আজ সকাল ৯.০৫ মিনিটে আর্চারি কমপাউন্ডে সোনার খোঁজে নামবেন ভারতের মেয়েরা।

  • 05 Oct 2023 08:24 AM (IST)

    Asian Games, Badminton: হেরে গেলেন সিন্ধু

    এশিয়ান গেমসে মেয়েদের ব্যাডমিন্টনে সিঙ্গলসে হেরে গেলেন পিভি সিন্ধু। চিনের হি বিংজাওয়ের কাছে কোয়ার্টার ফাইনালে সিন্ধু হেরে গেলেন ২১-১৬, ২১-১২ ব্যবধানে।

  • 05 Oct 2023 08:16 AM (IST)

    Asian Games, WRESTLING: কোয়ার্টার ফাইনালে পূজা

    এশিয়ান গেমসে মেয়েদের ৫০ কেজি বিভাগের প্রি কোয়ার্টারে পূজা গেহলট ১০-০ ব্যবধানে হারালেন থাইল্যান্ডের কুস্তিগির ইসাতি মানলিকাকে। পূজা পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে।

  • 05 Oct 2023 08:07 AM (IST)

    Asian Games, WRESTLING: কোয়ার্টার ফাইনালে অন্তিম

    উজবেকিস্তানের ইমেইভা জাসমিনার বিরুদ্ধে মেয়েদের ৫৩কেজি বিভাগের প্রি-কোয়ার্টারে নেমেছিলেন ভারতের অন্তিম পাঙ্ঘাল। তাতে তিনি ১১-০ ব্যবধানে উজবেকের কুস্তিগিরকে হারিয়েছেন।

     

  • 05 Oct 2023 08:04 AM (IST)

    Asian Games, ARCHERY: সেমিফাইনালে ভারতের মেয়েরা

    এশিয়ান গেমসে মেয়েদের কমপাউন্ড টিম পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। এই টিমের সদস্যরা হলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও প্রণীত কৌর।