Asian Games 2023 Schedule Today, 25 September: এশিয়ান গেমসে আজ সপ্তম দিন, ভারতের একঝাঁক ক্রীড়াবিদ নামছেন, দেখে নিন পূর্ণ সূচি

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 25, 2023 | 12:14 AM

Asian Games 2023 Day-7 Schedule in Bengali: এশিয়ান গেমসে টিম ইভেন্ট অনেক আগেই শুরু হয়েছে। আজ সপ্তম দিন। যদিও সরকারি ভাবে দ্বিতীয় দিনও বলা যায়। এর কারণ, শনিবারই হানঝাউ এশিয়ান গেমসের সরকারি ভাবে উদ্বোধন হয়েছে। সব মিলিয়ে আজ সপ্তম দিন বলাই শ্রেয়। রবিবার ভারতীয় শুটারদের হাত ধরে পদকের খাতা খুলেছিল ভারত। রবিবার ভারতের প্রাপ্তি মোট পাঁচটি পদক। আজ, সোমবার একঝাঁক ক্রীড়াবিদ নানা ইভেন্টে নামছেন। মাল্টি স্পোর্টস ইভেন্ট এশিয়ান গেমসে এ বার একশোর বেশি পদকে নজর ভারতের। আজ কারা নামছেন?

Asian Games 2023 Schedule Today, 25 September: এশিয়ান গেমসে আজ সপ্তম দিন, ভারতের একঝাঁক ক্রীড়াবিদ নামছেন, দেখে নিন পূর্ণ সূচি
Image Credit source: X

Follow Us

কলকাতা : এশিয়ান গেমসে টিম ইভেন্ট অনেক আগেই শুরু হয়েছে। আজ সপ্তম দিন। যদিও সরকারি ভাবে দ্বিতীয় দিনও বলা যায়। এর কারণ, শনিবারই হানঝাউ এশিয়ান গেমসের সরকারি ভাবে উদ্বোধন হয়েছে। সব মিলিয়ে আজ সপ্তম দিন বলাই শ্রেয়। রবিবার ভারতীয় শুটারদের হাত ধরে পদকের খাতা খুলেছিল ভারত। রবিবার ভারতের প্রাপ্তি মোট পাঁচটি পদক। আজ, সোমবার একঝাঁক ক্রীড়াবিদ নানা ইভেন্টে নামছেন। মাল্টি স্পোর্টস ইভেন্ট এশিয়ান গেমসে এ বার একশোর বেশি পদকে নজর ভারতের। আজ কারা নামছেন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

একনজরে ভারতের সূচি ও সময়

  1. জিমন্যাস্টিক্স: মহিলাদের জিমন্যাস্টিক্সের কোয়ালিফিকেশন সাবডিভিশন ১- সকাল ৭.৩০। নামছেন প্রণতি নায়েক।
  2. বক্সিং: মেয়েদের ৬৬ কেজি বিভাগ, শেষ ষোলোর ম্যাচে অরুন্ধতী চৌধুরী। বিকেল ৪.৪৫। পুরুষদের ৫০ কেজি, রাউন্ড অব ৩২-এর ম্যাচে নামছেন দীপক ভোরিয়া, বিকেল ৫.১৫। পুরুষদের ৭১কেজি বিভাগে, রাউন্ড অব ৩২-নিশান্ত দেব, সন্ধ্যা ৭.০০।
  3. বাস্কেটবল 3×3: মেয়েদের রাউন্ড রবিন পুল এ-র ম্যাচে ভারত বনাম উজবেকিস্তান, সকাল ১১.২০। পুরুষদের রাউন্ড রবিন, পুল সি-ভারত বনাম মালয়েশিয়া, দুপুর ১২.১০।
  4. ক্রিকেট: মেয়েদের ক্রিকেটে সোনার পদকের ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কা, সকাল ১১.৩০।
  5. দাবা: পুরুষদের ব্যক্তিগত রাউন্ড ৩ ও ৪ (বিদিত গুজরাটি এবং অর্জুন এরিগাসি), দুপুর ১২.৩০। মেয়েদর ব্যক্তিগত রাউন্ড ৩ ও ৪ (কোনেরু হাম্পি এবং হরিকা দ্রোণাবল্লী), দপুর ১২.৩০।
  6. হ্যান্ডবল: মেয়েদের প্রাথমিক পর্ব গ্রুপ বি ভারত বনাম জাপান, সকাল ১১.৩০।
  7. জুডো: পদকের ইভেন্ট- মেয়েদের ৭০ কেজি বিভাগে নামছেন গরীমা চৌধুরি, সকাল ৭.৩০।
  8. রাগবি সেভেন: মেয়েদের পুল এফ-এর খেলা ভারত বনাম সিঙ্গাপুর- সকাল ৮.২০। সেমিফাইনালে যোগ্যতা অর্জন করলে ভারতের ম্যাচ দুপুর ১.৫৫ থেকে।
  9. রোয়িং: পদকের ইভেন্ট-পুরুষদের সিঙ্গলস স্কালস ফাইনাল এ (বলরাজ পানওয়ার), সকাল ৭ টা। পদকের ইভেন্ট-পুরুষদের কক্সলেস ফোর ফাইনাল এ (আশিস, ভিম সিং, জসবীন্দর সিং, পুনিত কুমার), সকাল ৭.৪০। পদকের ইভেন্ট -পুরুষদের কুয়াড্রপল স্কালস ফাইনাল এ (পরমিন্দর সিং, সতনম সিং, জাকার খান, সুখমিত সিং), সকাল ৮টা। পদকের ইভেন্ট– মেয়েদের কক্সড এইট (গীতাঞ্জলী, রীতু কৌডি, সোনালি সোয়ান, তেন্ডেন্থোই দেবী, বর্ষা কেবি, অশ্বথী পিবি, ম্রুনময়ী নীলেশ, প্রিয়া দেবী, রুক্মনী), সকাল ৮.৫০।
  10. সেইলিং: কোয়ালিফায়িং রেস, সকাল ৮.৩০।
  11. শুটিং: পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল যোগ্যতা অর্জন, ব্যক্তিগত ফাইনাল, টিম ফাইনাল (রুদ্রকেশ পাটিল, ঐশ্বর্যী প্রতাপ সিং তোমর, দীব্যাংশ সিং পানওয়ার) সকাল ৬.৩০। পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল কোয়ালিফিকেশন ফেজ ২, ব্যক্তিগত ফাইনাল (অনীশ, বিজয়বীর সিধু, আদর্শ সিং), সকাল ৬.৩০।
  12. সুইমিং: পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক হিট এবং ফাইনাল (শ্রীহরি নটরাজ), মেয়েদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক হিট ও ফাইনাল (মনা প্যাটেল), পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল (আনন্দ, বিক্রম খাড়ে), মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল (ধিনিধি দেশিংঘু), পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক (লিখিথ সেলভারাজ), মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মেডলি (হশিকা রামচন্দ্র), মেয়েদের 4×200 মিটার ফ্রিস্টাইল রিলে হিট এবং ফাইনাল (টিম ইন্ডিয়া)। সব ইভেন্টই সকাল ৭.৩০টা থেকে।
  13. টেনিস: মাল্টিপল সিঙ্গলস এবং ডাবলস ম্যাচ (অঙ্কিতা রায়না, রোহন বোপান্না, রুতুজা ভোসলে, রামকুমার রামনাথন এবং আরও ভারতীয় ক্রীড়াবিদরা), সকাল ৭.৩০টা থেকে।
  14. উশু- মেয়েদের ৬০ কেজি বিভাগে রোশিবিনা দেবী, পুরুষদের ৬০ কেজি বিভাগ (সূর্য ভানু প্রতাপ সিং, বিক্রান্ত বালিয়া), বিকেল ৫টা থেকে।
Next Article