হানঝাউ: ১৯তম এশিয়াডের সপ্তম দিনের শেষে ভারতের ঝুলিতে মোট পদক সংখ্যা ৬০টি। এ বারের এশিয়ান গেমসের (Asian Games 2023) নবম দিন শেষ। এই মাল্টি স্পোর্টস ইভেন্ট থেকে ভারতীয় অ্যাথলিটরা প্রতিদিন একাধিক পদক জিতছেন। আজ, সোমবার ভারতের অ্যাথলিটরা ১৬টি ইভেন্টে পারফর্ম করলেন। তাতে ১৪৬ জন ভারতীয় অ্যাথলিটকে দেখা গেল। সপ্তাহের প্রথম দিন অ্যাকশনে দেখা গেল ভারতের তিরন্দাজদের। আর্চারি, অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক্স, ব্যাডমিন্টন, তাস, কাবাডি, কায়াকিং ও ক্যানোয়িং, দাবা, ইকুয়েস্ট্রিয়ান, হকি, কুরাশ, সেপাক তাকরাও, রোলার স্কেটিং, স্কোয়াশ, টেবল টেনিস ও বাস্কেটবলে অংশ নিলেন ভারতের অ্যাথলিটরা। নবম দিনের শেষে পদক তালিকায় ভারত ৪ নম্বরে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬০টি। রয়েছে ১৩টি সোনা, ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ। TV9Bangla Sports এর এই লাইভব্লগে রইল এশিয়ান গেমসের নবম দিনের একাধিক ইভেন্টের খুঁটিনাটি তথ্য।
নবম দিনের শেষে পদক তালিকায় ভারত ৪ নম্বরে। ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৬০টি। রয়েছে ১৩টি সোনা, ২৪টি রুপো এবং ২৩টি ব্রোঞ্জ।
দুরন্ত ছন্দে রয়েছেন তেজস্বিন শঙ্কর। আজ তিনি ডেকাথলনে ৫ ইভেন্টের শেষে রয়েছেন শীর্ষে। তাঁর পয়েন্ট ৪২৬০। আগামিকাল হবে বাকি ৫টি ইভেন্ট।
Decathlon: Tejaswin Shankar maintains his hold on TOP spot at the end of 5 (out of 10) events.
Finished on top in 400m clocking 49.67s.
With 4260 pts, he has 250 pts lead over 2nd placed athlete. 5 events to go… @afiindia#AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/6k88l8xIMc
— India_AllSports (@India_AllSports) October 2, 2023
এশিয়ান গেমসে ৪০০ মিটার মিক্সড রিলেতে ব্রোঞ্জ মেডেল পেয়েছিল ভারতের। শেষ মুহূর্তে শ্রীলঙ্কার অ্যাথলিটরা এগিয়ে যাওয়ায় রুপো পেয়েছিলেন। বাহরিনের অ্যাথলিটরা সোনা জিতেছেন। অবশ্য শ্রীলঙ্কা লেন বদল করায় ভারত পেয়েছে রুপো। এবং কাজাখস্থান পেল ব্রোঞ্জ
এশিয়ান গেমসে মেয়েদের লং জাম্পে রুপো পেলেন অ্যান্সি সোজন।
এশিয়ান গেমসে মেয়েদের পোল ভল্ট ফাইনালে তৃতীয় প্রয়াসে ৪.১০ মিটার ক্লিয়ার করতে পারেননি পবিত্রা ভেঙ্কটেশ। তাই তিনি পদকের দৌড় থেকে বাইরে বেরিয়ে গেলেন।
এশিয়ান গেমসে মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেজে এল জোড়া পদক। ৩ হাজার মিটার স্টিপলজেচে রুপো পেলেন পারুল চৌধুরি। ব্রোঞ্জ পেলেন প্রীতি লাম্বা।
পুরুষদের ডেক্যাথলনে ৩টি ইভেন্টের পর তেজস্বিন শঙ্কর ২৪২৮ পয়েন্ট অর্জন করেছেন।
শুরু হল অ্যাথলেটিক্সের ইভেন্ট। এশিয়াডে নজর এ বার অ্যাথলেটিক্সে। তাতে রয়েছে একঝাঁক পদকের সম্ভবনা।
এশিয়ান গেমসে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন অতনু দাস ও ধীরজ। আগামিকাল হবে কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনাল।
Archery: Both the Indian archers Atanu Das & Dhiraj Bommadevara are through to QF of Men’s Individual Recurve event:
QF & Semis scheduled for tomorrow. #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/jqMkgWVJGu
— India_AllSports (@India_AllSports) October 2, 2023
এশিয়াব গেমসে পুরুষদের ব্যক্তিগত বিভাগের দ্বিতীয় রাউন্ডে জিতলেন সৌরভ ঘোষাল। ৩-০ ব্যবধানে কুয়েতের প্লেয়ারকে হারিয়েছেন সৌরভ। তিনি পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন সৌরভ।
স্কোয়াশে মেয়েদের ব্যক্তিগত বিভাগের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন জোৎস্না চিনাপ্পা। প্রথম রাউন্ডে তিনি বাই পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে কোরিয়ান প্লেয়ারের কাছে ৩-১ ব্যবধানে হারলেন জোৎস্না।
এশিয়ান গেমসে মেয়েদের বাস্কেটবলের কোয়ার্টারফাইনালে ভারত হেরে গিয়েছে উত্তর কোরিয়ার কাছে। ম্যাচের ফল ৯৬-৫৭। কোরিয়ার পক্ষে।
গ্রুপ পর্বে টানা ৫ ম্যাচ জিতল ভারত। বাংলাদেশকে এক ডজন গোলের মালা পরাল ভারত। অপরাজিত থেকে সেমিফাইনালে উঠলেন হরমনপ্রীতরা। গ্রুপ পর্বে ৫ ম্যাচে ৫৮ গোল করেছে ভারত। আর ভারত গোল খেয়েছে মাত্র ৫টি।
এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় পুরুষ হকি টিমের ম্যাচ চলছে। সেই ম্যাচে ভারতীয় হকি প্লেয়াররা গোলের সুনামি বইয়ে দিচ্ছেন।
কাবাডিতে ভারত বনাম চাইনিজ তাইপে ম্যাচ চলছে। হাফটাইমে ভারত ১৭-১৫ ব্যবধানে এগিয়ে।
এক ঝলকে দেখে নিন এশিয়ান গেমসে ক্রিকেট কোয়ার্টার ফাইনাল থেকে বাকি ম্যাচের সূচি।
Here are the fixtures of the quarter draw. The next leg of Men’s Cricket in the Asian Games is promising to be super exciting!#AsianGames pic.twitter.com/jWZwiNNiao
— AsianCricketCouncil (@ACCMedia1) October 2, 2023
মিক্সড ডাবলসে রাউন্ড অব ৩২-তে সাই প্রতীক-তনিশা ক্রেস্টো জুটি। ম্যাকাও চিনের লিয়ং চং লোক-চি ওয়েং জুটিকে ২-০ (২১-১৮, ২১-১৪) ব্যবধানে হারাল ভারতের মিক্সড ডাবলস জুটি।
দুই বঙ্গকন্যার লড়াইকে কুর্নিশ, বিস্তারিত পড়ুন: চোয়ালচাপা লড়াই, সাত গেমের ম্যাচে ঐতিহাসিক ব্রোঞ্জ সুতীর্থা-ঐহিকার
কোয়ার্টার ফাইনালে ভারতের আর্চারি টিম। পুরুষদের রিকার্ভ টিম, পুরুষদের কমপাউন্ড টিম, কমপাউন্ড মিক্সড টিম, রিকার্ভ মিক্সড টিম, মেয়েদের রিকার্ভ টিম, মেয়েদের কমপাউন্ড টিম — সবেতেই জিতেছে ভারতের তিরন্দাজরা।
🏹 Archery teams have advanced to the Quarterfinals| #AsianGames2022
▪️Men’s Recurve Team
defeated Hong Kong for a score of 6-0▪️Men’s Compound Team
defeated Singapore for a score of 235-219▪️Compound Mixed Team
Defeated UAE for a score of 159 – 151▪️Recurve Mixed Team… pic.twitter.com/6MfTS10uGw
— SAI Media (@Media_SAI) October 2, 2023
স্বপ্না বর্মনের দাবি, ‘আমাকে আমার পদক ফিরিয়ে দাও’। সোশ্যাল মিডিয়া সাইট X এ স্বপ্না লিখেছেন, ‘আমি চিনের হানঝাউতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমসে একজন ট্রান্সজেন্ডার মহিলার জন্য এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক পেলাম না। আমি আমার পদক ফেরত চাই। কারণ এটা আমাদের অ্যাথলেটিক্সের নিয়মের পরিপন্থী। আমাকে সাহায্য করুন এবং আমাকে সমর্থন করুন।’
I have lost my Asian Games bronze medal to a transgender women at the 19th Asian Games held in Hangzhou,China.
I want my medal back as it is against the rules of our Athletics. Help me and support me please. #protestforfairplay— Swapna Barman (@Swapna_Barman96) October 2, 2023
মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিদ্যা রামরাজ শীর্ষে থেকে হিট শেষ করেছেন। তাঁর ব্যক্তিগত সেরা ৫৫.৪২। ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন তিনি। , তিনি মেয়েদের ৪০০ মিটার হার্ডলস পিটি ঊষার রেকর্ড স্পর্শ করেছেন। ১৯৮৪ সালের অলিম্পিকে পিটি ঊষা যে রেকর্ড গড়েছিলেন। মেয়েদের ৪০০ মিটার হার্ডলসের ফাইনাল হবে আগামিকাল।
অ্যাথলেটিক্সের একাধিক আপডেট রইল বিস্তারিত…
Athletics Update✅ #AsianGames2022 | All the best for the FINALS 👍
🏃♀️ Women’s 400m Hurdles Heat – 1
Vithya Ramraj
Time: 55.42 sec
Position: 1st🏃♂️ Men’s 400m Hurdles – Round 1
Santosh Kumar – Heat 2
Time: 49.28 sec
Position: 2ndYashas Palaksha – Heat 3… pic.twitter.com/asIALWYRy1
— SAI Media (@Media_SAI) October 2, 2023
পুরুষদের ৮০০ মিটার ফাইনালে যোগ্যতা অর্জন করলেন কৃষাণ কুমার। এই ফাইনাল হবে আগামিকাল।
এশিয়ান গেমসে পুরুষদের স্পিড স্কেটিং ৩ হাজার মিটার রিলে রেসে ভারত ব্রোঞ্জ পেয়েছে। এই টিমের সদস্যরা হলেন – আরিয়ানপাল, আনন্দকুমার, রাহুল এবং রাজেন্দ্র।
নবম দিনের প্রথম পদক। মহিলাদের স্পিড স্কেটিং ৩ হাজার মিটার রিলে রেসে ভারত ব্রোঞ্জ পেয়েছে। এই দলের সদস্যরা হলেন – সঞ্জনা, কার্তিকা, হীরাল এবং আরতি।
ভারত কম্পাউন্ড মিক্সড টিম ১/৮ এলিমিনেশনে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। ৪ অক্টোবর কোয়ার্টারে মালয়েশিয়ার মুখোমুখি হবে ভারত।
এশিয়ান গেমসের নবম দিন সকালে ভারতের রিকার্ভ মিক্সড টিম কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এ বার শেষ আটের লড়াইয়ে ৪ অক্টোবর ইন্দেনেশিয়ার বিরুদ্ধে খেলবে ভারতের তিরন্দাজরা।