হানঝাউ: সপ্তম গেমের নাটকীয় ম্যাচ। শেষ মুহূর্তে খেই হারালেন সুতীর্থা, ঐহিকা। নির্ণায়ক গেমে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই ছিল না। তবে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখিয়ে গেলেন সুতীর্থা-ঐহিকা। এই জুটির ওপর ভরসা রাখলে ভারতীয় টিটির ঝুলিতে আরও বড় সাফল্য আসবে, সেই প্রত্যাশাই রাখা যায়। আপাতত ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দুই বঙ্গকন্যাকে। সেটাও তো ঐতিহাসিক মুহূর্ত। এশিয়ান গেমসে প্রথম বার মেয়েদের ডাবলসে কোনও পদক এল ভারতীয় টিটি-তে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
উত্তর কোরিয়ার প্রতিপক্ষর বিরুদ্ধে প্রথম গেম জেতে সুতীর্থা-ঐহিকা জুটি। পরের গেমে হার। তৃতীয় গেমে ফের লিড নেয় ভারত। রুদ্ধশ্বাস একটা ম্যাচ। কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। প্রথম বার সেমিফাইনালে উঠে দেশের হয়ে ইতিহাস গড়েছেন সুতীর্থা-ঐহিকা। তাঁদের কাছে হারানোর কিছু নেই। সে কারণেই আরও মরিয়া লড়াই। সোনার ম্যাচে ওঠার জন্য স্কিল এবং বুদ্ধিমত্তার মিশেলে অনবদ্য পারফরম্যান্স। উত্তর কোরিয়া জুটির সঙ্গে স্কোরলাইন ৩-৩ হয়ে যায়। ম্যাচ গড়ায় সপ্তম গেমে। নির্ণায়ক গেম। যে জিতবে, সেই জুটিই সোনার ম্যাচে।
সপ্তম গেমে শুরুতেই ৪-০ লিড নেয় উত্তর কোরিয়ার জুটি। এরপর ১ পয়েন্ট সুতীর্থাদের। ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছাড়েনি বাংলার টিটি জুটি। তবে স্নায়ুর চাপের গেমে সবই যেন ভুল হতে থাকে। ক্রমশ পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। ভাগ্যও সহায় হল না। সপ্তম গেমে ২-১১ হার। এক ঘণ্টার লড়াইয়ে ব্রোঞ্জ। ভারতীয় টিটির জন্য ঐতিহাসিক মুহূর্ত। তবে আক্ষেপ তো থাকেই। প্রথম গেম জিতে এগিয়ে যাওয়ার পর প্রত্যাশা আকাশ ছুঁয়েছিল। খুব কাছে গিয়েও সোনার ম্যাচ থেকে ফিরতে হল। আপশোস আরও একটা, স্কোরলাইনে যে তাঁদের লড়াইটা যদিও লেখা থাকবে না!