Sushil Kumar: আরও চাপে সুশীল কুমার, তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 12, 2022 | 7:50 PM

সাগর ধনখড় মামলায় অভিযুক্ত মোট ১৭ জন। যার অন্যতম সুশীল। এখনও জেলেই রয়েছেন তিনি। যা পরিস্থিতি তাতে আরও চাপে পড়েছেন সুশীল।

Sushil Kumar: আরও চাপে সুশীল কুমার, তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত
Sushil Kumar: আরও চাপে সুশীল কুমার, তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করল আদালত
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: জামিন পাওয়া আরও কঠিন হয়ে গেল ভারতীয় তারকা কুস্তিগির (Wrestler) সুশীল কুমারের (Sushil Kumar)। দু’বারের অলিম্পিকজয়ী সুশীলের বিরুদ্ধে তরুণ কুস্তিগির সাগর ধনখড়ের খুনের মামলার জন্য চার্জ গঠন করেছে দিল্লির এক আদালত। সাগর ধনখড় মামলায় অভিযুক্ত মোট ১৭ জন। যার অন্যতম সুশীল। এখনও জেলেই রয়েছেন তিনি। যা পরিস্থিতি তাতে আরও চাপে পড়েছেন সুশীল। দিল্লির ওই আদালত সুশীল এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, হাঙ্গামা, অবৈধ জমায়েত, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি অভিযোগে চার্জ গঠন করেছে। ওই চার্জে নাম রয়েছে দুইজন পলাতক অভিযুক্তরও।

২০২১ সালের ৫ মে ছত্রসাল স্টেডিয়ামের বাইরে কুস্তিগিরদের মধ্যে ঝামেলা হয়। ওই তাণ্ডবের মধ্যে প্রাণ হারান ২৩ বছরের প্রতিশ্রুতিমান কুস্তিগির সাগর রানা ধনখড়। ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু হতেই সুশীলকে নিয়ে একের পর এক অজানা তথ্যও উঠে আসে।

ওই ঘটনার পর গা ঢাকা দিয়েছিলেন সুশীল। মরিয়া হয়ে তাঁর খোঁজ চালাচ্ছিল পুলিশ। দিল্লি পুলিশ হরিয়ানা ও অন্যান্য জায়গায় চিরুনি তল্লাশি চালালেও সুশীলকে খুঁজে পাচ্ছিলেন না। সেই কারণে পঞ্জাব পুলিশকেও তাঁকে খোঁজার অনুরোধ করা হয়েছিল। এরপর ২৩ মে পঞ্জাবের এক জায়গা থেকে তাঁকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। তারপর তাঁকে তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে।

২ অগস্ট পুলিশের পেশ করা প্রথম চার্জশিটে জানানো হয়েছিল, সুশীল ষড়যন্ত্র করে এই হামলা চালান। ২০২১ সালের ২ জুন থেকে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তারকা কুস্তিগির সুশীল। গত বছর ট্রায়াল কোর্টে সুশীল জামিনের আবেদন জানিয়েছিলেন। যা খারিজ হয়ে গিয়েছিল।

Next Article