মেলবোর্ন: রবিবার বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে রাফায়েল নাদালের (Rafael Nadal) প্রতিপক্ষ দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। রাশিয়ান টেনিস প্লেয়ার অন্য সেমিফাইনালে স্তেফানোস সিসিপাসকে (Stefanos Tsitsipas) হারালেন। প্রথম সেট ৭-৬ (৫) জিতলেও পরের সেটে সিসিপাস ফিরে এসেছিলেন। কিন্তু তৃতীয় ও চতুর্থ সেটে আবার ৬-৪, ৬-১ জিতে নেন বিশ্বের দু’নম্বর টেনিস প্লেয়ার মেদভেদেভ।
শুধু জেতা নয়, চেয়ার আম্পায়ারকে নির্বোধ বলে বিতর্কেও জড়ালেন রাশিয়ান প্লেয়ার। টেনিসের নিয়ম অনুযায়ী ম্য়াচ চলাকালীন কোনও প্লেয়ারকেই গ্যালারি থেকে কেউই কোচিং করাতে পারেন না। সিসিপাস তাঁর বাবার কাছ থেকে টুকটাক পরামর্শ নিচ্ছিলেন। একটা কঠিন পয়েন্ট সিসিপাস নেওয়ার পরই চিত্কার করে ওঠেন মেদভেদেভ। চেয়ার আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে বলেন, ‘ওর বাবা কি প্রতিটা পয়েন্ট নিয়ে কথা বলবে নাকি? আপনি কি নির্বোধ? আমার কথার উত্তর দিন।’
মেলবোর্ন পার্কে শুরু থেকে মেদভেদেভ বিতর্কে রয়েছেন। গ্যালারির দর্শকদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। এ বার আম্পায়ারের সঙ্গে ঝামেলা কিন্তু ভালো চোখে দেখছে না টেনিসমহল। চেয়ার আম্পায়ারকে বলেছেন, ‘এত বড় একটা গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে আম্পায়ারিং এত খারাপ কী করে হতে পারে?’
ম্যাচের পর ওই ঘটনা প্রসঙ্গে মেদভেদেভ বলেছেন, ‘খুব রেগে গেলে মনোঃসংযোগ ভেঙে যেতেই পারে। সেই ভুলটা আমি করেছিলাম। কিন্তু তৃতীয় সেটে সেটা ফিরেও পেয়েছিলাম।’
Lucky 13 ?@DaniilMedwed • #AusOpen • #AO2022 pic.twitter.com/CqLaAqHgUB
— #AusOpen (@AustralianOpen) January 28, 2022
ইউএস ওপেনে ২১তম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নামা নোভাক জকোভিচকে হারিয়ে দিয়েছিলেন মেদভেদেভ। নাদালের বিরুদ্ধে নামার আগে সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন রাশিয়ান। গত বারও ফাইনালে ওঠা প্লেয়ারের মন্তব্য, ‘আমি আবার আর একজন গ্রেট প্লেয়ারের বিরুদ্ধে নামব। যে ২১তম গ্র্যান্ড স্লাম জেতার জন্য নামবে। গ্র্যান্ড স্লাম ফাইনাল সব সময় স্পেশাল। এর আগেও রাফার সঙ্গে আমার প্রথম ফাইনালে ৫ ঘণ্টার ম্যাচ খেলেছি। ওর সঙ্গে খুব বেশি ম্যাচ এরপর আর খেলিনি। তবে ওকে সামলানোর জন্য আমি তৈরি।’
"Grand Slam finals are special… I'm ready."@DaniilMedwed knows what it's like to feature in the final showdown at the #AusOpen ?#AO2022 pic.twitter.com/TFAb39WGJk
— #AusOpen (@AustralianOpen) January 28, 2022
আরও পড়ুন: Australian Open 2022: কাঁদতে কাঁদতে নাদাল বললেন, ‘ভাবিইনি, এই জায়গায় পৌঁছব’