ATP Rankings: জোকোভিচকে টপকে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে মেদভেদেভ

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Updated on: Feb 28, 2022 | 7:15 PM

Daniil Medvedev: জোকারের জায়গা দখল করেছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ।

ATP Rankings: জোকোভিচকে টপকে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে মেদভেদেভ

Follow us on

প্যারিস: যেমনটা আশঙ্কা ছিল সেটাই হল। এটিপি ব়্যাঙ্কিংয়ে (ATP Rankings) শীর্ষস্থান খোয়ালেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic)। দীর্ঘ ১৮ বছর পর টেনিসের বিগ থ্রি (রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ) এবং অ্যান্ডি মারে ছাড়া অন্য কোনও টেনিস তারকা বিশ্ব ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছে গেলেন। নোভাক জকোভিচ সব থেকে বেশি ৩৬১ সপ্তাহ এটিপি ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিলেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি থেকে জোকার টানা শীর্ষস্থান দখল করে ছিলেন। সেই রেকর্ডে ইতি পড়ল এ বার। দুবাই ওপেনের কোয়ার্টার ফাইনালে জিরি ভেসেলির কাছে হারার পরই এক নম্বর স্থান হারান জকোভিচ। জোকারের জায়গা দখল করেছেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ (Daniil Medvedev)। ইউ এস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ হলেন তৃতীয় রাশিয়ান টেনিস প্লেয়ার, যিনি এটিপি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন।

ইয়েভজেনি কাফেলনিকোচ (Yevgeny Kafelnikov) ও মারাত সাফিনের (Marat Safin) পর তৃতীয় রাশিয়ান হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পেলেন ২৬ বছর বয়সী দানিল। এবং সব মিলিয়ে ২৭ তম টেনিস তারকা হিসেবে এটিপি ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠলেন মেদভেদেভ।

গত সপ্তাহে আকাপুল্কো সেমিফাইনালে রাফায়েল নাদালের কাছে হারেন মেদভেদেভ। কিন্তু দুবাই ওপেনের কোয়ার্টার ফাইনালে সার্বিয়ান টেনিস তারকা জকোভিচের হারের পরই মেদভেদেভের শীর্ষে পৌঁছনোর সম্ভাবনা তৈরি হয়েছিল। আর হলও তাই। অন্যদিকে ২০২২ সালের শুরুটা মোটেও ভালো কাটেনি নোভাকের। ভ্যাকসিন জটে অংশ নিতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনে। অস্ট্রেলিয়া থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন। তাঁর ভিসা বাতিল করে দেওয়া হয়। তার পর দুবাই ওপেনে নেমেছিলেন জকোভিচ। কিন্তু সেই যাত্রাও সফল হল না জোকারের। পাশাপাশি তিনি খোয়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকার স্থানও।

এটিপি র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ প্লেয়ার:

  •  দানিল মেদভেদেভ (রাশিয়া) ৮৬১৫ পয়েন্ট (+১)
  •  নোভাক জকোভিচ (সার্বিয়া) ৮৪৬৫ (-১)
  •  আলেকজান্ডার জেরেভ (জার্মানি) ৭৫১৫
  • রাফায়েল নাদাল (স্পেন) ৬৫১৫ (+১)
  • স্তেফানোস সিসিপাস (জার্মানি) ৬৪৪৫ (+১)
  • আন্দ্রে রুবেলভ (রাশিয়া) ৫০০০ (+১)
  • মাত্তেও বেরেত্তিনি (ইতালি) ৪৯২৮ (-১)
  • ক্যাসপার রুড (নরওয়ে) ৩৯১৫
  • ফেলিক্স অগার-আলিয়াসিম (কানাডা) ৩৮৮৩
  •  হুবার্ট হুরকাজ (পোলিশ) ৩৪৯৬ (+১)

আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালিতে অনুশীলনে মগ্ন কোহলি, দেখুন ছবি

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: বিশ্বকাপের আগে স্মৃতিকে নিয়ে স্বস্তি ভারতীয় শিবিরে

আরও পড়ুন: Russia-Ukraine Conflict: রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ ফিফার

Latest News Updates

Related Stories
Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla