Hockey India: সৌরভ, কল্যাণের পর হকির মসনদেও প্রাক্তন খেলোয়াড়

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 23, 2022 | 6:54 PM

হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে লড়তে কয়েকদিন আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন দিলীপ। তাঁর বিপক্ষে আরও দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

Hockey India: সৌরভ, কল্যাণের পর হকির মসনদেও প্রাক্তন খেলোয়াড়
সৌরভ, কল্যাণের পর হকির মসনদেও প্রাক্তন খেলোয়াড়
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। দু’জনেই প্রাক্তন খেলোয়াড়। এ বার হকি ইন্ডিয়ার (Hockey India) প্রেসিডেন্ট নির্বাচিত হলেন প্রাক্তন ভারত অধিনায়ক দিলীপ তিরকে (Dilip Tirkey)। ভারতীয় খেলাধূলার প্রশাসনে প্রাক্তনদের জয়জয়কার। হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে লড়তে কয়েকদিন আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন দিলীপ। তাঁর বিপক্ষে আরও দুই প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। সেই দুই প্রার্থী নাম প্রত্যাহার করতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বভারতীয় হকি ফেডারেশনের সভাপতি হয়ে গেলেন দিলীপ তিরকে।

১৯৯৮ এশিয়ান গেমসে সোনাজয়ী দলের সদস্য ছিলেন দিলীপ। দেশের হয়ে সবচেয়ে বেশি ৪১২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। ১৫ বছরের খেলোয়াড়জীবনে তিনটে অলিম্পিকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন (১৯৯৬, ২০০০, ২০০৪) এই প্রাক্তন ডিফেন্ডার।

৯ অক্টোবরের মধ্যে হকি ইন্ডিয়ার নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় আন্তর্জাতিক হকি ফেডারেশন ও প্রশাসনিক কমিটি। অগস্ট মাসেই সেই নির্দেশ দেওয়া হয়েছিল। জাতীয় ক্রীড়াবিধি না মানার অভিযোগে হকি ফেডারেশনের উপর আইনি হস্তক্ষেপ জারি হয়েছিল। এরপরই এসওয়াই কুরেশির নেতৃত্বাধীন তিন সদস্যের প্রশাসনিক কমিটি গঠন করে আদালত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার পরই হকি ইন্ডিয়া ও প্রশাসনিক কমিটির প্রধান কুরেশিকে ধন্যবাদ জানান দিলীপ তিরকে।

ভারতীয় হকিকে আন্তর্জাতিক পর্যায়ে আরও উঁচু স্তরে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। দিলীপ তিরকেকে ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশনও। সেক্রেটারি জেনারেল হলেন ভোলানাথ সিং। কোষাধ্যক্ষ হলেন শেখর মনোহরন। এ দিন থেকেই হকি ইন্ডিয়ার দায়িত্ব নিল নতুন কার্যকরী কমিটি। ২৮ অক্টোবর থেকে হকি প্রো লিগ। সামনেই দেশের মাটিতে আছে হকি বিশ্বকাপ। ১৩ জানুয়ারি থেকে বিশ্বকাপ শুরু।

Next Article