French Open 2022 Final: ‘আমিই প্রথম ভিকটিম নই’ নাদালের প্রশংসায় ছাত্র রুড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 05, 2022 | 10:53 PM

৩৬ বছর বয়সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলা সহজ ছিল না। আমার কাছে, এখানে খেলতে পারাটা অনবদ্য অনুভূতি, এত সমর্থনকে কীভাবে ধন্যবাদ জানাবো, সেই ভাষা নেই। ভবিষ্যৎ জানি না, চেষ্টা করবো এভাবেই খেলা চালিয়ে যাওয়ার।

French Open 2022 Final: ‘আমিই প্রথম ভিকটিম নই’ নাদালের প্রশংসায় ছাত্র রুড
‘আমিই প্রথম ভিকটিম নই’ নাদালের প্রশংসায় ছাত্র রুড
Image Credit source: Roland Garros Twitter

Follow Us

প্যারিস: গ্র্যান্ড স্লাম (Grand Slam) ফাইনালে খেলার আনন্দ! শুধু হয়তো তা নয়। ক্যাসপার রুডের (Casper Ruud) চোখে মুখে গর্বের ছাপ। কিংবদন্তি রাফায়েল নাদালের (Rafael Nadal) বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে। ২০১৯’এ রাফায়েল নাদাল অ্যাকাডেমিতে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন ক্যাসপার রুড। ছোটোবেলার নায়কের কাছে শেখার সুযোগ পেয়ে হাতে চাঁদ পেয়েছিলেন। এবার কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেললেন, সর্বকালের সেরার বিরুদ্ধে। রানার্স শিল্ড নিয়েও এক বিন্দু হতাশা নেই। বরং নাদালকে প্রশংসার বন্যায় ভরিয়ে দিলেন। ম্যাচ পরবর্তী বক্তব্যের বড় অংশ জুড়ে শুধুই নাদাল। ক্যাসপার রুড বলছেন, ‘আমার কাছে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। প্রথমত আমি রাফাকে শুভেচ্ছা জানাতে চাই। ফরাসি ওপেনে ১৪ বার চ্যাম্পিয়ন, সব মিলিয়ে ২২ টি গ্র্যান্ড স্ল্যাম।’ নাদালের দিকে তাকিয়ে বলতে থাকেন, ‘আপনি কত বড় খেলোয়াড় সেটা এতদিন শুধুমাত্র দেখেছি। আজ আপনার বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে সেটা উপলব্ধিও করতে পারলাম।’ এরপরই হাসির মাত্রা বাড়লো ক্যাসপারের। ‘আমিই প্রথম ভিকটিম নই। এর আগে অনেকেই আপনার কাছে পরাস্থ হয়েছে।’

বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়ার পর্ব শেষ হতেই বাজলো স্পেনের জাতীয় সঙ্গীত। পতাকা উড়লো, পতাকার দিকে তাকিয়ে গর্বিত রাফায়েল নাদাল। জাতীয় সঙ্গীত শেষ হতেই, তাঁর কথা বলার পালা। কিন্তু গ্যালারির ‘রাফা’ ধ্বনিতে কথাই শুরু করতে পারছিলেন না নাদাল। তিনি বলা শুরু করতেই মনোযোগী ছাত্রের মতো সকলেই চুপ। রাফা বলছেন, ‘সকলকে ধন্যবাদ। ক্যাসপার, তুমি ভালো খেলেছো, তোমার পরিবার, কোচিং টিম সকলকে আগামীর শুভেচ্ছা। তুমি ভবিষ্যতে আরও ভালো খেলবে।’

নিজের কোচিং এবং মেডিকাল টিমকে ধন্যবাদ জানিয়ে নাদাল বলেন, ‘চোটের সময় কী পরিস্থিতিতে দিন কাটছিল, সেটা আপনাদের চেয়ে ভালো কেউ জানে না। আপনাদের মিলিত চেষ্টাতেই আমার কোর্টে ফেরা সম্ভব হয়েছে। ফরাসি ওপেনের মতো ঐতিহাসিক টুর্নামেন্টে ইতিহাস গড়তে পারা, আমার একার পক্ষে সম্ভব ছিল না। পর্দার আড়ালে যাঁরা রয়েছেন, তাঁদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।’ সঙ্গে যোগ করলেন, ‘ব্যক্তিগত ভাবে নিজের অনুভূতি প্রকাশ করা কঠিন। ৩৬ বছর বয়সে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলা সহজ ছিল না। আমার কাছে, এখানে খেলতে পারাটা অনবদ্য অনুভূতি, এত সমর্থনকে কীভাবে ধন্যবাদ জানাবো, সেই ভাষা নেই। আমার ভবিষ্যৎ জানি না, চেষ্টা করবো এভাবেই খেলা চালিয়ে যাওয়ার।’
রোলাঁ গারোয় জেতা যার অভ্যাস, তিনি সত্যিই নতুন কী বলবেন! তাই যেন বারবার একই কথা। তাঁর হাসিটাই অনেক কিছু বলে দিচ্ছিল। ট্রফি কোলে নিয়ে বসা কখনও ট্রফি জড়িয়ে, আবার ট্রফিতে হেলান দিয়ে ছবির জন্য পোজ। তারপরই চলে গেলেন কিং অফ স্পেনের সঙ্গে করমর্দন করতে। প্রিন্স অফ নরওয়ে’ও নাদালের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানালেন।

Next Article