Deaflympics: গল্ফে সোনা জিতে তাক লাগিয়ে দিলেন দীক্ষা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 12, 2022 | 4:13 PM

২০১৭ সালেই বধিরদের অলিম্পিকে প্রথম বার গল্ফের অন্তর্ভুক্তি হয়। দীক্ষা তখন ১৭ বছরের কিশোরী। এখন তিনি অনেকটাই পরিণত। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় নিজের কাজও সম্পন্ন করতে ওস্তাদ। এখানেই শেষ নয়। টোকিও অলিম্পিকেও খেলার ছাড়পত্র পেয়েছিলেন দীক্ষা। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি অলিম্পিক এবং বধিরদের অলিম্পিক দুটো ইভেন্টেই খেলার ছাড়পত্র পেয়েছেন।

Deaflympics: গল্ফে সোনা জিতে তাক লাগিয়ে দিলেন দীক্ষা
দীক্ষা ডাগার। ছবি: টুইটার

Follow Us

ক্যাক্সিয়াস: এ বার গল্ফের (Golf) দুনিয়াতেও বিশ্ব মঞ্চে দাপট দেখানো শুরু করেছে ভারত। অনির্বাণ লাহিড়ী, এসএসপি চৌরাসিয়া কিংবা সাম্প্রতিক অতীতে অদিতি অশোক সাড়া ফেলে দিয়েছেন গল্ফের দুনিয়াতে। তবে এঁদেরই সঙ্গে উচ্চারিত হবে দীক্ষা ডাগারের (Diksha Dagar) নাম। তবে দীক্ষা বাকিদের চেয়ে একটু আলাদা। বধিরদের অলিম্পিকে (Deaflympics) সোনা জয় করলেন দীক্ষা। আমেরিকার অ্যাশলিন গ্রেসকে হারিয়ে সোনা জয় করলেন তিনি। পাঁচ বছর আগে রুপো জিতেছিলেন। নিজেই সে বার কথা দিয়েছিলেন, পরের সংস্করণে সোনা জিতবেন। সেই কথাই রাখলেন ভারতীয় গল্ফার। বিশ্ব গল্ফের আসরে এ বার সোনা জিতেই ফিরলেন। ২০১৭ সালে তুরস্কে অনুষ্ঠিত হয়েছিল বধিরদের অলিম্পিক। কোভিডের কারণে গত বছর অনুষ্ঠিত হয়নি এই টুর্নামেন্ট। ২১ বছরের বাঁ-হাতি গল্ফার এর আগে মেয়েদের ইউরোপিয়ান ট্যুরেও চ্যাম্পিয়ন হয়েছেন। মেয়েদের গল্ফ প্রতিযোগিতাতেও ধারাবাহিকতা দেখান দীক্ষা। গ্রেস জনসনকে চারবারই পরাস্ত করেন।

 

২০১৭ সালেই বধিরদের অলিম্পিকে প্রথম বার গল্ফের অন্তর্ভুক্তি হয়। দীক্ষা তখন ১৭ বছরের কিশোরী। এখন তিনি অনেকটাই পরিণত। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতে ঠাণ্ডা মাথায় নিজের কাজও সম্পন্ন করতে ওস্তাদ। এখানেই শেষ নয়। টোকিও অলিম্পিকেও খেলার ছাড়পত্র পেয়েছিলেন দীক্ষা। তিনিই একমাত্র খেলোয়াড় যিনি অলিম্পিক এবং বধিরদের অলিম্পিক দুটো ইভেন্টেই খেলার ছাড়পত্র পেয়েছেন।

 

 

 

৬ বছর বয়স থেকেই দীক্ষার কানে সমস্যা শুরু হয়। শুনতে অসুবিধে হত। কানে যন্ত্র লাগিয়েই নিজের লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন দীক্ষা। এরপর বিভিন্ন টুর্নামেন্টেই ধীরে ধীরে নিজেকে মেলে ধরেন। দক্ষিণ আফ্রিকা ওপেনেও সাফল্য পান দীক্ষা। লন্ডন ওপেনেও ধারাবাহিকতা বজায় রাখেন। অবশেষে স্বপ্ন সত্যি করে বধিরদের অলিম্পিকে সোনা জিতলেন ভারতের দীক্ষা।

 

 

আরও পড়ুন: Premier League: কেভিন ডি ব্রুইনের ৪ গোলে ম্যাঞ্চেস্টার সিটির বড় জয়

Next Article