মনপ্রীতদের মতো যুব টিমকে গোছাতে চান গ্রাহাম রিড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 13, 2021 | 9:40 AM

সিনিয়র টিমের টোকিও গেমসে সাফল্য জুনিয়রদের কিছুটা হলেও চাপ তৈরি করতে পারে। প্রত্যাশা বেশি থাকবে, এমনই মনে করছেন অনেকে।

মনপ্রীতদের মতো যুব টিমকে গোছাতে চান গ্রাহাম রিড
মনপ্রীতদের মতো যুব টিমকে গোছাতে চান গ্রাহাম রিড

Follow Us

ভুবনেশ্বর: ঠিক কোচ বলা যাবে না তাঁকে। যে কোনও বড় টুর্নামেন্টের আগে টিমের মধ্যে বাঁধন তৈরি করা, ফোকাসড রাখা, জমাট স্ট্র্যাটেজি তৈরি করা— এ সব ভূমিকাতেই থাকবেন তিনি। জুনিয়র বিশ্বকাপে যাতে ভারত সাফল্য পায়। এ ভাবেই ভারতীয় যুব টিমে নিজের ভূমিকাকে ব্যাখ্যা করছেন গ্রাহাম রিড (Graham Reid)। তাঁর কোচিংয়েই টোকিও অলিম্পিক (Tokyo Olympics) থেকে ব্রোঞ্জ পেয়েছে মনপ্রীত সিংয়ের ভারত। তারুণ আর অভিজ্ঞতার মিশেলকে সামনে রেখে প্যারিস অলিম্পিকের ট্রেনিং চালিয়ে যেতে চান তিনি। আর তাই যুব বিশ্বকাপ (Junior Hockey World Cup) পরবর্তী পরিকল্পনা সাজানোর জন্য তাঁর কাছেও গুরুত্বপূর্ণ।

গতবার যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এ বারও ভুবনেশ্বরে খেতাবের লক্ষ্যেই নামবে বিবেক প্রসাদের টিম। তার আগে রিড বলছেন, ‘একটা টিমকে সাজানো, ঠিক যে ভাবে সিনিয়র টিমকে সাজিয়েছি, সেটা যেমন লক্ষ্য, তেমনই টিম যাকে সাফল্যের লক্ষ্যে এগোতে পারে, সেটার জন্যই টিমের সঙ্গে আছি। গত মাস থেকে আমি টিমে একে অপরের মধ্যে একটা সম্পর্ক যাতে গড়ে ওঠে, সেই চেষ্টা করছি। এই রকম সম্পর্ক যে কতটা গুরুত্বপূর্ণ, কঠিন সময়ে টের পাওয়া যায়।’

পরিকল্পনা থাকলেও করোনার কারণে জুনিয়র টিম বিদেশ সফরে যেতে পারেনি। তাতে খুব একটা সমস্যা হবে বলে মনে হচ্ছে না রিডের। তাঁর কথায়, ‘টোকিও গেমসের আগের সময়টার কথা যদি মনে থাকে, দেখবেন, জুনিয়র টিম নিয়মিত সিনিয়র টিমের সঙ্গে প্র্যাক্টিস ম্যাচ খেলত। দুটো টিমেরই মান যে কারণে বেড়ে গিয়েছিল।’

সিনিয়র টিমের টোকিও গেমসে সাফল্য জুনিয়রদের কিছুটা হলেও চাপ তৈরি করতে পারে। প্রত্যাশা বেশি থাকবে, এমনই মনে করছেন অনেকে। ৫৭ বছরের অস্ট্রেলিয়ান কোচ অবশ্য বলছেন, ‘যে কোনও টিম চ্যাম্পিয়ন হিসেবে কোনও টুর্নামেন্টে নামলে, তার উপর বাড়তি চাপ থাকেই। সেটা নিয়েই খেলতে হবে। কিন্তু সবাইকে এটাও বুঝতে হবে, এই ভারতীয় টিমটা কিন্তু আলাদা। চার বছর আগের টিমের সঙ্গে এর তুলনা করাটা ঠিক হবে না।’

ফ্রান্স, কানাডা, পোল্যান্ডের মতো সহজ টিমের গ্রুপে থাকলেও একই সঙ্গে রিড এও মনে করিয়ে দিচ্ছেন, ‘অন্য টিম নিয়ে আমি কথা বলতে ভালোবাসি না। কারণ, যে কোনও টিম যে কোনও সময় চাপে ফেলে দিতে পারে। কাদের বিরুদ্ধে খেলছি, সেটা বড় কথা নয়। আসল হল, সেরাটা দেওয়ার।’

Next Article