Gukesh D : ভিশির ৩৬ বছরের রেকর্ড ভেঙে দেশের ১ নম্বর দাবাড়ু গুকেশ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 04, 2023 | 10:08 AM

১৭ বছরের দাবাড়ু গুকেশ ডি-র মেন্টর হলেন বিশ্বনাথন আনন্দ। এ বার নিজের মেন্টরকেই ছাপিয়ে গেলেন গুকেশ।

Gukesh D : ভিশির ৩৬ বছরের রেকর্ড ভেঙে দেশের ১ নম্বর দাবাড়ু গুকেশ
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : চৌষট্টি খোপের জগতে ভারতের অন্যতম উজ্জ্বল প্রতিভা গুকেশ ডি (Gukesh D)। ১৭ বছরের এই দাবাড়ুর মেন্টর বিশ্বনাথন আনন্দ (Viswanathan Anand)। এ বার নিজের মেন্টরকেই ছাপিয়ে গেলেন গুকেশ। ভেঙে দিলেন ভিশির ৩৬ বছরের লাইভ রেটিং রেকর্ড। এরইসঙ্গে বর্তমানে দেশের ১ নম্বর চেস খেলোয়াড় গুকেশ ডি। বাকুতে অনুষ্ঠিত FIDE চেস বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করার পরই ভিশির রেকর্ড ভেঙে দেন ১৭ বছরের গুকেশ। মিসরাতদিন ইস্কানদারোকে হারিয়ে ২৭৫৫.৯ লাইভ ব়্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেন গুকেশ। আনন্দের ২৭৫৪.০-কে ছাপিয়ে যান। বিস্তারিত TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

২০২৩ সালে গুকেশের রকেটের গতিতে উত্থান ঘটেছে। এ বছরই দাবা ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০০-র মধ্যে প্রবেশ করেন৷ FIDE-এর মাসিক তালিকার উপর ভিত্তি করে তাঁর বর্তমান বিশ্ব র‌্যাঙ্কিং হল ১১৷ এটি লাইভ রেটিংগুলির থেকে আলাদা। যা ম্যাচের পর দৈনিক ভিত্তিতে গণনা করা হয়৷ গত জুলাই মাসের শুরুতে গুকেশ সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২৭৫০ পয়েন্টের মার্ক ছুঁয়ে ফেলেন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন, যিনি ২০১১ সালের জুলাই মাস থেকে বিশ্বের এক নম্বর দাবাড়ু ছিলেন তাঁর রেকর্ডও অতিক্রম করেছেন। কার্লসনের বর্তমান লাইভ রেটিং হল ২৮৩৮.৪। তাঁর পিছনে রয়েছেন আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানা (২৭৮৬.৪)।

চলতি বছরের জুলাই মাসে মেন্টর বিশ্বনাথন আনন্দকে হারিয়ে আলোড়ন তুলে দেন গুকেশ। সুপার ইউনাইটেড ব়্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টে ভিশিকে হারিয়ে দেন তিনি। আগামী ২৫ অগস্ট পর্যন্ত চলবে FIDE বিশ্বকাপ। এটি ২০২৪ দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনের মঞ্চ। মোট ১৭ জন ভারতীয় দাবাড়ু এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। গুকেশ ছাড়াও রয়েছেন, ভিদিত গুজরাটি, আর প্রজ্ঞানন্দা, কোনেরু হাম্পিরা।

Next Article
Men’s Asian Champions Trophy 2023: হকিতে চিনকে সাত গোলের চমক দিল ভারত
2030 Commonwealth Games : অত্যধিক খরচ, কমনওয়েলথ গেমস আয়োজন করবে না অ্যালবার্টা