Neeraj Chopra: নীরজ জিতেছেন সোনা, মা জিতলেন পাকিস্তানের মন!

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Aug 30, 2023 | 5:04 PM

বিশ্ব মিটে নীরজ সোনা পাওয়ার পর তাঁর বাড়িতে গিয়েছিল মিডিয়া। এক সাংবাদিক প্রশ্ন করেন নীরজের মাকে, পাকিস্তানি অ্যাথলিটকে হারিয়ে বিশ্ব মিটে সোনা জয় নীরজের কাছে কত বড় প্রাপ্তি? যা শুনে অবাক করা উত্তর দিয়েছেন সরোজ দেবী।

Neeraj Chopra: নীরজ জিতেছেন সোনা, মা জিতলেন পাকিস্তানের মন!
নীরজ জিতেছেন সোনা, মা জিতলেন পাকিস্তানের মন!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ভারত-পাকিস্তান (India vs Pakistan) মানে ক্রিকেট মাঠের মহাযুদ্ধ। ২ সেপ্টেম্বর সারা ক্রিকেট দুনিয়া তৈরি হচ্ছে রোহিত শর্মা বনাম বাবর আজমদের টক্কর দেখার জন্য। শনিবারের ম্য়াচ দেখার জন্য টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। ভারত বনাম পাকিস্তানের মুখোমুখি নামার রোমাঞ্চ শুধু যে ক্রিকেট মাঠেই সীমাবদ্ধ, তা নয়। হকি থেকে শুরু করে যে কোনও খেলায় এই দুই দেশ একে অপরের শত্রু। গত এক দশকে এই লড়াইকে আরও বেশি ইন্ধন যুগিয়েছে ওয়াঘার এপার-ওপারের রাজনৈতিক সম্পর্ক। ব্যতিক্রম কি নেই? একমাত্র ‘বন্ধুত্ব’ বোধহয় টিকে রয়েছে জ্যাভলিনে। বিশ্ব মিটে সম্প্রতি সোনা জিতেছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। পাকিস্তানের আর্শাদ নাদিম (Arshad Nadeem) পেয়েছেন রুপো। বিশ্ব জ্যাভলিনে এই মুহূর্তে সেরা মুখ ভারতের নীরজই। তাঁকেই আইডল করে এগিয়ে চলেছেন আর্শাদও। নীরজ-আর্শাদরা ট্র্যাকে নামার আগে কি ভারত-পাকিস্তান উত্তাপ টের পেয়েছেন? এই প্রসঙ্গে নীরজের মা সরোজ দেবী (Saroj Devi) বেশ অবাক করা উত্তর দিয়েছেন। আর তার মধ্যে দিয়েই পাকিস্তানের মিডিয়া থেকে আমজনতা অঢেল ভালোবাসা দিয়েছেন নীরজের মাকে। কী বলেছেন তিনি? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

বিশ্ব মিটে নীরজ সোনা পাওয়ার পর তাঁর বাড়িতে গিয়েছিল মিডিয়া। এক সাংবাদিক প্রশ্ন করেন নীরজের মাকে, পাকিস্তানি অ্যাথলিটকে হারিয়ে বিশ্ব মিটে সোনা জয় নীরজের কাছে কত বড় প্রাপ্তি? যা শুনে অবাক করা উত্তর দিয়েছেন সরোজ দেবী। নীরজের মা বলেছেন, ‘খেলার মাঠে আলাদা কোনও দেশ হয় না। খেলার মাঠে সব প্লেয়ার সমান। মাঠে সবাই অ্যাথলিট। কেউ না কেউ জিতবেই। সে পাকিস্তানি, নাকি হরিয়ানার, সেটা গুরুত্বপূর্ণ নয়। নীরজের সোনা জয়ে আমি খুশি হয়েছি। একই সঙ্গে পাকিস্তানের অ্যাথলিটের পারফরম্যান্সেও খুশি।’

খেলোয়াড় তৈরি হয় কী ভাবে? প্রতিভাই প্লেয়ার তৈরির প্রাথমিক মশলা। কিন্তু পারিবারিক শিক্ষা তাকে বড় করে, পরিচিত করে। সাফল্যে পেলেও সেই শিক্ষাই তাকে বিনয়ী রাখে। নীরজের ক্ষেত্রে এটাই সত্যি। সরোজ দেবীর এই উত্তর মুগ্ধ করেছে পাকিস্তানিদের। দেশ, জাতি, সীমানা, রাজনীতি ঘেরাটোপ থেকে সন্তানকে বেরিয়ে আসার শিক্ষা দিয়েছেন সরোজ দেবী। যতই পাকিস্তানি হোন, আর্শাদের সঙ্গে নীরজের বন্ধুত্ব রয়েছে। ট্রেনিংয়ে নিজের জ্যাভলিন দিতেও কুন্ঠা করেননি। বিশ্ব মিটের সময় প্রয়োজনীয় টিপসও দিয়েছেন। যে কারণে আর্শাদও কৃতজ্ঞ নীরজের কাছে। ভ্রাতৃত্বের এক অন্য নিদর্শন তৈরি করেছেন নীরজ-আর্শাদ।

Next Article