Men’s Asian Champions Trophy 2021: জাপানের কাছে জঘন্য হার মনপ্রীতদের, ব্রোঞ্জ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 21, 2021 | 8:21 PM

গ্রুপ পর্যায়ে দারুণ খেললেও নকআউটে সেরা দিতে না পারাটা ভারতীয় টিমে নতুন রোগ কিনা, তা এখন খুঁজে বের করতে হবে কোচ গ্রাহাম রিডকে। তবে, অনভিজ্ঞ জাপানের কাছে হারটা একেবারেই মেনে নিতে পারছে না হকিমহল।

Mens Asian Champions Trophy 2021: জাপানের কাছে জঘন্য হার মনপ্রীতদের, ব্রোঞ্জ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান
সেমিফাইনালে জাপানের কাছে ভারতের হার (ছবি-হকি ইন্ডিয়া টুইটার)

Follow Us

ঢাকা: যে জাপানকে (Japan) দু’দিন আগে হাফ ডজন গোল দিয়েছিল, সেই তাদের কাছে ৩-৫ হেরে গেল ভারতীয় টিম। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির (Asian Champions Trophy) সেমিফাইনালে সেই তাদের কাছেই হেরে গেল মনপ্রীত সিংয়ের টিমের। ব্রোঞ্জ ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে নামতে হবে ভারতীয় হকি টিমকে।

গ্রুপ পর্যায়ে দারুণ খেললেও নকআউটে সেরা দিতে না পারাটা ভারতীয় টিমে নতুন রোগ কিনা, তা এখন খুঁজে বের করতে হবে কোচ গ্রাহাম রিডকে। তবে, অনভিজ্ঞ জাপানের কাছে হারটা একেবারেই মেনে নিতে পারছে না হকিমহল। এর আগের দশটা ম্যাচে জাপান হারাতে পারেনি মনপ্রীতদের। এই ম্যাচেও তারা আন্ডারডগই ছিল। আত্মতুষ্টিতেই ডুবল কিনা ভারত, সেটাও প্রশ্ন। ভারতের হারের আরও একটা কারণ, পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারা। জাপান সেই ‘পি-সি’তেই বাজিমাত করল।

গ্রুপ যাই হোক না কেন, আগ্রাসী স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নেমে জয় পেল জাপান। পয়লা মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল পেয়ে যায় জাপান। প্রথম কোয়ার্টার শেষ হওয়ার কিছু আগে ফের পেনাল্টি কর্নার থেকেই ২-০ করে তারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই দিলপ্রীত সিংয়ের ফিল্ড গোলে ম্যাচে ফিরেছিল ভারত। শেষ দিকে আবার ৩-১ করে ফেলেন জাপানের কিরিশিতা। তৃতীয় কোয়ার্টারে জাপানের গতির সামনে কার্যত আত্মসমর্পণ করে ভারতীয় ডিফেন্স। পর পর গোলে ৩-১ থেকে ৫-১ করে ফেলে তারা।

চতুর্থ কোয়ার্টারে মরিয়া হয়ে সমতা ফেরানোর চেষ্টা করেছিল ভারতীয় টিম। হরমনপ্রীত সিং পেনাল্টি কর্নার থেকে ২-৫ করেন। শেষ দিকে ফরোয়ার্ড হার্দিক ৩-৫ করেন। তাতেও হার বাঁচানো যায়নি। জাপানের বিরুদ্ধে ভারত কার্যত খেলতেই পারেনি। মাঝমাঠে মনপ্রীতরা যেমন থামাতে পারেননি প্রতিপক্ষের আগ্রাসন, তেমনই ডিফেন্স রুখতে পারেনি জাপানি অ্যাটাক। অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স ভারতের। গতবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্ম চ্যাম্পিয়ন ছিল ভারত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়ার পর ভারতীয় হকি নতুন করে ঘুরে দাঁড়ানো শুরু করেছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু এই রকম ছোট টুর্নামেন্টে সোনা জিততে না পারলে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, অলিম্পিকে কি হবে?

আরও পড়ুন: আগামী মরসুমের আই লিগ চ্যাম্পিয়ন পরের মরসুমে খেলবে আইএসএলে

Next Article