Tanya Hemanth: চ্যাম্পিয়ন, তাতে কী! হিজাব পরে পদক নিতে হবে; হুমকি ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 06, 2023 | 12:49 PM

Hijab: ইরানে সদ্য এক ভারতীয় ব্যাডমিন্টন (Badminton) প্লেয়ারকে এক টুর্নামেন্টে হিজাব পরতে বাধ্য করা হয়েছে।

Tanya Hemanth: চ্যাম্পিয়ন, তাতে কী! হিজাব পরে পদক নিতে হবে; হুমকি ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে
Tanya Hemanth: চ্যাম্পিয়ন, তাতে কী! হিজাব পরে মেডেল নিতে হল ভারতীয় ব্যাডমিন্টন তারকাকে
Image Credit source: Twitter

Follow Us

বেঙ্গালুরু: বিশ্বজুড়ে হিজাব (Hijab) বিরোধী আন্দোলন এখনও চলছে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, তা সত্ত্বেও ইরানে (Iran) কোনও পরিবর্তন নেই। ইরানে সদ্য এক ভারতীয় ব্যাডমিন্টন (Badminton) প্লেয়ারকে এক টুর্নামেন্টে হিজাব পরতে বাধ্য করা হয়েছে। ইরানের রাজধানী তেহরানে ৩১ তম ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতের ১৯ বছর বয়সী শাটলার তান্যা হেমন্ত (Tanya Hemanth)। ভারতীয় শাটলার মাত্র ৩০ মিনিটেই টুর্নামেন্টের গত বারের চ্যাম্পিয়নকে হারিয়ে দেন। চ্যাম্পিয়ন হওয়ার পর স্বাভাবিকভাবেই আসে পদক নেওয়ার পালা। আর পদক নিতে গিয়েই যত বিপত্তি। তান্যাকে জানানো হয়, হিজাব পরেই পদক নিতে হবে তাঁকে। ভারতীয় ব্যাডমিন্টন প্লেয়ার বাধ্য হয়ে হিজাব পরে পোডিয়ামে ওঠেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ভারতীয় কিংবদন্তি শাটলার প্রকাশ পাডুকোনের ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে অনুশীলন করেন তান্যা হেমন্ত। ইরান ফজির ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন তান্যা হেমন্ত। ইভেন্টের ফাইনালে ভারতীয় শাটলার তাসনিম মীরের বিরুদ্ধে খেলতে নামেন তান্যা। মাত্র ৩০ মিনিটের মধ্যেই তান্যা স্ট্রেট সেটে গত বারের চ্যাম্পিয়নকে হারিয়ে দেন।

উল্লেখ্য, টুর্নামেন্টের আয়োজকরা সাফ জানিয়ে দিয়েছিলেন, মহিলা পদকজয়ীদের হিজাব পরতে হবে। যদিও সরকারিভাবে এই নিয়মের উল্লেখ ছিল না। মহিলাদের ম্যাচ চলাকালীন পোশাক নিয়ে কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। তবে পোডিয়ামে ওঠার জন্য আলাদা পোশাকবিধির উল্লেখও ছিল না। কিন্তু পদক নিতে যাওয়ার সময় ভারতীয় শাটলারকে হিজাব পরার কথা জানানো হয়। তা মেনে নেন তিনি। এই টুর্নামেন্টে মেয়েদের ম্যাচের সময়ে পুরুষদের স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। গ্যালারিতে শুধু হাজির ছিলেন মহিলা দর্শকরাই। যার ফলে একাধিক মহিলা প্লেয়ারদের কোচ ও পরিবারের সদস্যরা খেলা দেখার সুযোগ পাননি। যদিও তা নিয়ে সেভাবে বিতর্ক দানা বাঁধেনি। জানা গিয়েছে, ওই টুর্নামেন্টে মহিলাদের ইভেন্ট সকালে এবং পুরুষদের ইভেন্ট বিকেলে রাখা হত। তবে ডাবলস ম্যাচ চলাকালীন একসঙ্গে পুরুষ ও মহিলা শাটলারদের কোর্টে দেখা যেত।

 

Next Article