Asian Games 2023: এশিয়ান গেমসের টিম থেকে বাদ আকাশদীপ, নতুন নেতা সবিতা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 31, 2023 | 7:38 PM

Hockey India: এশিয়ান গেমসে হকি থেকে জোড়া সোনা লক্ষ্য ভারতের। ছেলে ও মেয়েদের যে টিম ঘোষণা করা হল, তাতে একাধিক বদল রয়েছে। ছেলেদের টিম থেকে বাদ আকাশদীপ, মেয়েদের টিমের ক্যাপ্টেন সবিতা পুনিয়া।

Asian Games 2023: এশিয়ান গেমসের টিম থেকে বাদ আকাশদীপ, নতুন নেতা সবিতা
এশিয়ান গেমসের টিম থেকে বাদ আকাশদীপ, নতুন নেতা সবিতা
Image Credit source: Hockey India Twitter

Follow Us

নয়াদিল্লি: সিনিয়র স্ট্রাইকার আকাশদীপ সিং (Akashdeep Singh) বাদ পড়লেন ভারতীয় হকি টিম থেকে। তরুণ প্লেয়ার কার্থি সেলভামকেই বাদ দেওয়া হয়েছে টিম থেকে। দীর্ঘদিন পর আবার টিমে ফিরলেন ললিত উপাধ্যায়। এতেই শেষ নয়, এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় টিম থেকে বাদ পড়লেন আর তারকা ডিফেন্ডার যুগরাজ সিং। এশিয়া গেমসের (Asian Games 2023) টিমে জায়গা পেয়েছেন তাঁরাই, যাঁরা টিমকে টানতে পারবেন, সাফল্য দিতে পারবেন। মেয়েদের হকি টিম থেকেও বাদ পড়লেন বলজিৎ কৌর, জ্য়োতি ছেত্রী। প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) প্রস্তুতি হিসেবে এশিয়ান গেমসকে নিতে চাইছে ভারত। হাংঝাউ থেকে সোনা আনতে চান হরমনপ্রীত সিংরা। TV9Bangla Sportsএর এই প্রতিবেদনে বিস্তারিত।

এশিয়ান গেমসের জন্য হরমনপ্রীতকেই নেতা করেছেন নির্বাচকরা। হার্দিক সিং সহ অধিনায়ক। যুগরাজের বদলে টিমে এলেন সঞ্জয়। আকাশদীপের বদলে টিমে এলেন অভিষেক। ছেলেদের টিমে রাখা হয়েছে দুই গোলকিপার হিসেবে। সিনিয়র কিপার পিআর শ্রীজেশের সঙ্গে কৃষ্ণণ বাহাদুর পাঠক। ছয় ডিফেন্ডার, পাঁচ মিডফিল্ডার ও চার ফরোয়ার্ড দিয়ে সাজানো হয়েছে এশিয়ান গেমসের টিম। মেয়েদের টিমের ক্যাপ্টেন করা হয়েছে গোলকিপার সবিতা পুনিয়াকে।

ছেলেদের হকিতে ভারতের গ্রুপে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন জাপান, পাকিস্তান, বাংলাদেশ, সিঙ্গাপুর, উজবেকিস্তান। ২০১৮ সালে মেয়েদের হকি থেকে এসেছিল রুপো। এ বারের সবিতাদের গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর। এশিয়ান গেমসে ছেলেদের প্রথম খেলা ২৪ সেপ্টেম্বর, উজবেকিস্তানের বিরুদ্ধে। মেয়েদের প্রথম ম্যাচ সিঙ্গাপুরের বিরুদ্ধে, ২৭ সেপ্টেম্বর।

ছেলেদের টিম: শ্রীজেশ, কৃষ্ণণ পাঠক, বরুণ কুমার, অমিত রোহিদাস, জার্মানপ্রীত সিং, হরমনপ্রীত সিং, সঞ্জয়, সুমিত, নীলকন্ঠ শর্মা, হার্দিক সিং, মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, সমশের সিং, অভিষেক, গুরজন্ত সিং, মনদীপ সিং, সুখজিৎ সিং, ললিত উপাধ্যায়।
মেয়েদের টিম: সবিতা পুনিয়া, বিচু দেবী খারিবাম, দীপিকা, লালরেমসাইমি, মণিকা, নভনীত কৌর, নেহা, নিশা, সোনিকা, উদিতা, ঈশিকা চৌধুরি, দীপ গ্রেস এক্কা, বেদানা কাতারিয়া, সঙ্গীতা কুমারী, বৈষ্ণবী ভিট্টাল ফালকে, নিক্কি প্রধান, সুশীলা চানু, সালিমা তেতে।

Next Article