Ice Hockey Rink: লাদাখে যুগান্তকারী উদ্যোগ, সব আবহাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আইস হকি রিঙ্ক

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jun 17, 2023 | 7:00 AM

Indian Hockey: আইস হকির ক্ষেত্রে ভারত এখনও ততটা উন্নতি করেনি। তার অন্যতম কারণ হতে পারে প্রস্তুতির অভাব। ক্রমশ এই ক্ষেত্রে মনযোগ দিচ্ছে ভারত। আন্তর্জাতিক হকি সংস্থা এবং ওমরকানোভ মনে করছে, শুধু লাদাখেই নয়, দেশের অন্যান্য জায়গাতেও এমন পরিকাঠামো গড়া সম্ভব।

Ice Hockey Rink: লাদাখে যুগান্তকারী উদ্যোগ, সব আবহাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আইস হকি রিঙ্ক
Image Credit source: twitter

Follow Us

লেহ (লাদাখ): আইস হকিতে দুর্দান্ত উদ্যোগ। এখন আর প্রস্তুতি কিংবা টুর্নামেন্টের জন্য হাতে গোনা কয়েক সপ্তাহ নয়। সবরকম আবহাওয়াতেই প্রস্তুতি সারা যাবে। লাদাখে তৈরি হচ্ছে এমনই হকি রিঙ্ক। ২০১৯ সালে এই প্রকল্প শুরু হয়। সব কিছু ঠিক থাকলে আইস হকির জন্য এখন আর বছরের ২-৩ মাসের অপেক্ষা করতে হবে না। সারা বছরই এই ইন্ডোর স্টেডিয়ামে প্র্যাক্টিস করা যাবে। এত দিন বছরের ২-৩ মাস বরফ জমা জায়গায় প্রস্তুতি সারা যেত। লাদাখে তৈরি হচ্ছে ইন্ডোর আইস হকি স্টেডিয়াম। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিডি মিশ্র, ক্রীড়া সচিব রবীন্দর কুমার এই প্রকল্পটি তদারকি করছেন। আন্তর্জাতিক আইস হকি সংস্থার প্রতিনিধিরাও জায়গা এবং কাজ পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনে মতামত দিচ্ছেন আন্তর্জাতিক আইস হকির প্রতিনিধিরা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

স্বপ্নের প্রোজেক্ট। এমনটাই বলা যায়। লাদাখের লেহ-তে নৈস্বর্গিক পরিবেশ। সেখানে এত দিন দেখা যেত শীতকালে সিমেন্টের সারফেসে বরফের স্তর দিয়ে সেখানে প্রস্তুতি সারতে। কারজু এবং গুফুকুসে রয়েছে দুটি পুকুর। শীতকালে বরফ জমত। সেখানেও অনুশীলন করতেন আইস হকি প্লেয়াররা। তবে ইন্ডোর স্টেডিয়াম হলে সারা বছরই প্রস্তুতি করা যাবে। সব রকম আবহাওয়াতেই যাতে বরফের স্তরত ঠিক থাকে এর জন্য কৃত্রিম উপায়ে ব্যবস্থা থাকছে। আন্তর্জাতিক আইস হকি সংস্থার এশিয়া-ওশিয়ানিয়ার স্পোর্টস ডেভেলোপমেন্ট অফিসার ওমরকানোভ এই প্রকল্পটি দেখেছেন। যারপরনাই উচ্ছ্বসিত কিরঘিস্তানের এই প্রাক্তন প্লেয়ার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যে লাদাখের এই স্টেডিয়াম নিয়ে অনেক কিছুই বলেছেন।

লাদাখের এই প্রকল্পে যে আন্তর্জাতিক আইস হকি সংস্থার পরামর্শ রয়েছে সে প্রসঙ্গে ওমরকানোভ বলছেন, ‘IIHF-এর তরফে আমরাও কিছু পরামর্শ দিয়েছি। লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গেও কথা হয়েছে। ক্রীড়া সচিবও ছিলেন। আমাদের কিছু গঠনমূলক আলোচনা হয়েছে। আশাকরি লাদাখ এবং ভারতের ক্রীড়াক্ষেত্রে তা কাজে লাগবে।’ ভারতে যদিও আইস হকির ক্ষেত্রে ভারত এখনও ততটা উন্নতি করেনি। তার অন্যতম কারণ হতে পারে প্রস্তুতির অভাব। ক্রমশ এই ক্ষেত্রে মনযোগ দিচ্ছে ভারত। আন্তর্জাতিক হকি সংস্থা এবং ওমরকানোভ মনে করছে, শুধু লাদাখেই নয়, দেশের অন্যান্য জায়গাতেও এমন পরিকাঠামো গড়া সম্ভব।

Next Article