কলকাতা : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships) মঞ্চে ভারতের জ্যাভলিন থ্রোয়ারদের (Javelin Throw) জয়জয়কার। নীরজ চোপড়া তো সোনার ইতিহাস গড়েছেনই, কিশোর জেনা, ডিপি মনুরা তাঁদের পারফরম্যান্সে আশার আলো দেখিয়েছেন। ভারতের জ্যাভলিন থ্রোয়ে নীরজ চোপড়া শুধু একা নাম নন। ডিপি মনু, কিশোর জেনারা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চ থেকে তাঁদের অস্তিত্বের জানান দিয়েছেন। নীরজের পাশাপাশি বিশ্ব মিটের ফাইনালে ১২ জন জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে ছিলেন এই দুই ভারতীয়। ফাইনালে বর্শায় সোনা গেঁথেছেন নীরজ। কিশোররা (Neeraj Chopra) পদক পর্যন্ত পৌঁছতে পারেননি। কিন্তু তাঁদের পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছে। ফাইনালে চতুর্থ ও পঞ্চম স্থানে শেষ করেন যথাক্রমে কিশোর জেনা এবং ডিপি মনু। ওড়িশার অ্যাথলিট কিশোরের ফাইনালের বর্শা ছোড়েন ৮৪.৭৭ মিটার দূরে। তৃতীয় স্থানাধিকারী জ্যাকব ভালদিচের এক ধাপ নীচে ছিলেন তিনি। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
কিশোর বলছেন, এমন পারফরম্যান্সের নেপথ্যে রয়েছেন নীরজ। তিনিই অনুপ্রেরণা জুগিয়েছেন, আত্মবিশ্বাস বাড়িয়েছেন প্রতিনিয়ত। থ্রোয়ের মাঝে নীরজের সঙ্গে কথা বলতেন জেনা। অলিম্পিকে সোনা জয়ী ওডিশার অ্যাথলিটকে উৎসাহ দিয়ে গিয়েছেন প্রতিনিয়ত। কিশোর বলেছেন, “থ্রোয়ের মাঝে আমরা আলোচনা করতে থাকি। আমার একটা থ্রোয়ের পরই নীরজ এসে বলেন, চিন্তা করো না। পরের বার আরও ভালো হবে।” বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের উচ্ছ্বসিত কিশোর জেনা। পরবর্তী লক্ষ্যও স্থির করে নিয়েছেন তিনি। বিশ্ব অ্যাথলেটিক্সে যে আত্মবিশ্বাস পেয়ে সেটাকে সঙ্গী করে এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাতে চান। বিশ্রামের কোনও জায়গা নেই কিশোরের কাছে।
ওড়িশার পুরী জেলার কোথাসাহি গ্রামের এক কৃষক পরিবারের ছেলে কিশোর জেনা। ভলিবল প্লেয়ার হিসেবে জার্নি শুরু করেছিলেন। ২০১৫ সাল থেকে হাতে তুলে নেন জ্যাভলিন। ২০১৮ সালে সিআইএসএফে চাকরি পান তিনি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সাফল্যে ওড়িশা সরকার থেকে কিশোরকে ২৫ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।