BWF World Championships: চিনে নিন বিশ্ব মিটের ফাইনালে কিদাম্বি শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী লো কিন ইউকে

Loh Kean Yew: চলতি বছরটা সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিনের ভালোই যাচ্ছে। গত মাসেই দু'টো টুর্নামেন্টের ফাইনালের পর এ মাসে ফের বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি।

BWF World Championships: চিনে নিন বিশ্ব মিটের ফাইনালে কিদাম্বি শ্রীকান্তের প্রতিদ্বন্দ্বী লো কিন ইউকে
সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিন ইউ (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2021 | 2:14 PM

হুয়েলভা: বিশ্ব মিটের ফাইনালে উঠে দুই প্রতিদ্বন্দ্বীই নিজেদের দেশের হয়ে ইতিহাস গড়েছেন। প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (BWF World Championships) ফাইনালে যেমন পৌঁছেছেন কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), তেমনই সিঙ্গাপুরের লো কিন ইউও (Loh Kean Yew) তাঁর দেশের প্রথম শাটলার যিনি বিশ্ব মিটের ফাইনালে উঠলেন। বিশ্বের তিন নম্বর তারকা শাটলার অ্যান্ডার্স অ্যান্টনসেনকে (Anders Antonsen) হারিয়ে বিশ্ব মিটের শেষ লড়াইয়ে পৌঁছেছেন ২৪ বছর বয়সী লো কিন। শ্রীকান্ত ও লো কিন এর আগে কখনও মুখোমুখি হননি। প্রথম সাক্ষাতে কে করবেন বাজিমাত, সেদিকেই আজ বিশেষ নজর থাকবে।

টুর্নামেন্টের সেমিফাইনালে ডেনমার্কের অ্যান্টনসেনকে ২৩-২১, ২১-১৪-তে হারানোর পর লো কিন বলেন, “আমি ফাইনালে ওঠার আশা করিনি। তবে আমি খুশি যে আমি ধারাবাহিক ছিলাম। এটাতেই আমি কাজ করছি। এই জয়টা সহজ ছিল না, আমরা একে অপরকে ছাপিয়ে যাওয়ার জন্য লড়াই করছিলাম। এবং আমি ভীষণ খুশি যে আমি শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পেরেছি। ফাইনালে প্রথম সিঙ্গাপুরিয়ান হিসেবে ইতিহাস গড়তে পেরে আমি আনন্দিত, কিন্তু এই লড়াইটা এখনও শেষ হয়নি এবং আমাকে পরের ম্যাচে ফোকাস করতে হবে।”

চলতি বছরটা সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিনের ভালোই যাচ্ছে। গত মাসেই দু’টো টুর্নামেন্টের ফাইনালের পর এ মাসে ফের বিশ্ব মিটের ফাইনালে পৌঁছে গিয়েছেন তিনি। নভেম্বর মাসেই মালেশিয়ান তারকা শাটলার লি জি জিয়াকে (Lee Zii Jia) হারিয়ে হাইলো ওপেন (Hylo Open) চ্যাম্পিয়ন হয়েছেন লো কিন। পাশাপাশি এ বছর বালিতে হওয়া ইন্দোনেশিয়া ওপেনের (Indonesia Open) ফাইনালে বিশ্বের দু’নম্বর শাটলার ভিক্টর আক্সেলসেনের বিরুদ্ধে (Viktor Axelsen) হেরে রানার্স আপও হয়েছেন সিঙ্গাপুরিয়ান শাটলার লো কিন। এ বার তাঁর সামনে প্রতিদ্বন্দ্বী ভারতীয় তারকা শাটলার কিদাম্বি শ্রীকান্ত।

আরও পড়ুন: BWF World Championships: লক্ষ্যকে হারিয়ে ফাইনালে উঠে ইতিহাস শ্রীকান্তের