কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে উঠেছে মোহনবাগান (Mohun Bagan)। তার আগে কলকাতা হকি লিগের (Kolkata Hockey League) ট্রফি কার্যত নিশ্চিত। কার্যত এ কারণেই বলতে হচ্ছে, লিগে অন্য় দলের ম্য়াচ বাকি রয়েছে। সে কারণেই সরকারি ভাবে চ্য়াম্পিয়নশিপের বিষয়ে ঘোষণা করছে না মোহনবাগান। বৃহস্পতিবার হকি লিগে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব স্পোর্টস ও ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। পয়েন্টের দিক থেকে এগিয়ে রয়েছে মোহনবাগান। পঞ্জাব জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে, এমনটাই জানালেন মোহনবাগানের এক কর্তা। যদিও গোল পার্থক্য় এবং হেড টু হেডে চ্য়াম্পিয়ন হবে মোহনবাগানই। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মোহনবাগানের চ্য়াম্পিয়ন হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। তাহলে কেন সরকারি ঘোষণা নয়? বিস্তারিত TV9Bangla-য়।
এ দিন কলকাতা হকি লিগে ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ৩-১ গোলে হারিয়েছে মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেন দেবিন্দর বাল্মিকী। আর একটি গোল আলি আহমেদের। ইস্টার্ন রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনের হয়ে একমাত্র গোল এলসাম লাকড়ার। টুর্নামেন্টে অনবদ্য় ছন্দে রয়েছে মোহনবাগান। এ বারের হকি লিগ আকর্ষণীয় হয়ে উঠেছিল অন্য় কারণেও। দীর্ঘ সময় পর কলকাতা ময়দান হকির ডার্বি দেখার সুযোগ পেয়েছে। যদিও এই ম্য়াচ ঘিরে বিশাল ধুন্ধুমার হয়েছিল। ঘটনায় রক্তাক্ত এবং আহতও হয়েছিলেন বেশ কয়েকজন। রিপ্লে ম্য়াচে ডার্বি জেতে মোহনবাগান।
বৃহস্পতিবার হকি লিগে নামছে পঞ্জাব স্পোর্টস ও ইস্টবেঙ্গল। পঞ্জাব জিতলে পয়েন্ট সমান হবে। গোল পার্থক্য় ও হেড টু হেডেও চ্যাম্পিয়ন হবে মোহনবাগানই। তবে মোহনবাগান কর্তার দাবি, গোল পার্থক্য়ে মোহনবাগানকে ছাপিয়ে গেলে চ্য়াম্পিয়ন হতে পারে পঞ্জাব স্পোর্টস। যদিও তিনি জানালেন, এই মুহূর্তে মোহনবাগানের গোল পার্থক্য প্লাস ১০। উল্টো দিকে, পঞ্জাব স্পোর্টসের মাইনাস ১। অর্থাৎ পঞ্জাব স্পোর্টস যদি একান্তই এক ডজনের বেশি গোলে ইস্টবেঙ্গলকে হারায়, এক মাত্র সেক্ষেত্রেই মোহনবাগানের চ্যাম্পিয়নশিপে সমস্য়া হতে পারে। সেই সম্ভাবনা নেই বললেই চলে। তবে কলকাতা ময়দানে অনেক ‘অঘটন’ই ঘটে। সে কারণেই, কাল, বৃহস্পতিবার অবধি সরকারি ঘোষণার জন্য় অপেক্ষা করছে মোহনবাগান।