নয়াদিল্লি: কানাডা ওপেন জেতার পর যুক্তরাষ্ট্র ওপেন জয়ের (US Open) লক্ষ্যে এগোচ্ছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন (Lakshya Sen)। কিন্তু পর পর দুই খেতাব জয়ের স্বপ্নপূরণ হল না উত্তরপ্রদেশের আলমোরার ছেলে লক্ষ্যর। কানাডা ওপেনে যে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন ভারতীয় শাটলার লক্ষ্য সেন, তাঁর কাছেই ইউএস ওপেনের সেমিফাইনালে আটকে গেলেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেং-য়ের (Li Shi Feng) বিরুদ্ধে লড়াই করেও জিততে পারলেন না লক্ষ্য। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এ বারের ইউএস ওপেন সুপার ৩০০ ইভেন্টের সেমিফাইনালে লক্ষ্য ও লি শি ফেংয়ের লড়াই চলে ১ ঘণ্টা ১৬ মিনিট। প্রথম গেমে অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শির কাছে ২১-১৭ ব্যবধানে হারেন লক্ষ্য। কিন্তু দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হয়। এরপর দ্বিতীয় গেমে লড়াইয়ে ফেরেন ভারতের রাইজিং স্টার। ২৪-২২ ব্যবধানে দ্বিতীয় গেম জেতেন লক্ষ্য। যার ফলে তৃতীয় গেমও যে কম রোমাঞ্চকর হবে না, তেমনটা আশা করাই গিয়েছিল। কিন্তু তৃতীয় গেমে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই লি শি ফের মাত করেন তৃতীয় বাছাই লক্ষ্যকে। এই গেম লি শি জেতেন ২১-১৭ ব্যবধানে।
A terrific run at #USOpen2023 comes to an end for Lakshya Sen. Lots of positives to take from this week. Keep at it champ ?
?: @badmintonphoto#Badminton#IndiaontheRise pic.twitter.com/0qfQaXn3XM
— BAI Media (@BAI_Media) July 15, 2023
যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারের লড়াই লি শি-র কাছে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, কয়েক দিন আগেই লক্ষ্যর কাছে হেরেই তাঁর কানাডা ওপেন জেতা হয়নি। রানার্স হয়েই সন্তুষ্ট হতে হয়েছিল অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেংকে। ফলে বলাই যায়, যুক্তরাষ্ট্র ওপেনে লক্ষ্যকে হারাতে পেরে লি শি কানাডা ওপেনে হারের বদলা নিলেন।
Lakshya Sen ?? rivals Li Shi Feng ?? for a place in the finals.#BWFWorldTour #USOpen2023 pic.twitter.com/7NlucVkifj
— BWF (@bwfmedia) July 16, 2023