Mo Farah: অবসরের সামনে দাঁড়িয়ে অতীত মনে পড়ে যাচ্ছে কিংবদন্তি মো ফারাহর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Sep 05, 2023 | 7:30 AM

বিগ হাফে চারে শেষ করেছেন মো। স্ত্রী, তিন সন্তান হাজির ছিলেন লন্ডনে মো ফারাহর শেষ ইভেন্টে।

Mo Farah: অবসরের সামনে দাঁড়িয়ে অতীত মনে পড়ে যাচ্ছে কিংবদন্তি মো ফারাহর
অবসরের সামনে দাঁড়িয়ে অতীত মনে পড়ে যাচ্ছে কিংবদন্তি মো ফারাহর

Follow Us

লন্ডন: ৫ হাজার, ১০ হাজার মিটারের উসেইন বোল্ট (Usain Bolt) বলা হত তাঁকে। ৩০ বছরের কেরিয়ার জুড়ে ছড়িয়ে রয়েছে মণিমুক্তো। চারটে অলিম্পিক সোনার সঙ্গে ছ’বার বিশ্ব চ্যাম্পিয়ন। ৪০ বছরের অ্যাথলিট ট্র্যাকে ছিলেন অঘোষিত সম্রাট। সেই মো ফারাহ (Mo Farah) এ বার অবসর নিতে চলেছেন। লন্ডনে শেষবার দৌড়তে দেখা গিয়েছে বিগ হাফে। অবশ্য আগামী সপ্তাহের ‘গ্রেট নর্থ রান’ হতে চলেছে তাঁর শেষ ইভেন্ট। বোল্ট ট্র্যাক থেকে সরে গিয়েছেন অনেক দিন আগে। কিন্তু রেখে গিয়েছেন ছাপ। তাঁর বিশ্বরেকর্ড কে ভাঙবেন, কবে ভাঙবেন, আলোচনার শেষ নেই। মো-র ক্ষেত্রেও ব্যাপারটা তাই। মিডল ডিসট্যান্স রানার হিসেবে তিনি নিজেকে তুলে নিয়ে গিয়েছিলেন সাফল্যের শিখরে। কেরিয়ারের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়ছেন ইংলিশ অ্যাথলিট। TV9Bangla Sports এ বিস্তারিত।

বিগ হাফে চারে শেষ করেছেন মো। স্ত্রী, তিন সন্তান হাজির ছিলেন লন্ডনে মো ফারাহর শেষ ইভেন্টে। মো বলেছেন, ‘যখন মার্কে দাঁড়িয়েছিলাম, আবেগতাড়িত হয়ে পড়ছিলাম। জানতাম, লন্ডনে এটাই আমার শেষ দৌড়। নিজেকে যতটা সম্ভব মেলে ধরার চেষ্টা করেছিলাম। গত কয়েক দিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না। ঠান্ডা লেগেছিল। বিগ হাফে নামব কিনা, বুঝতেই পারছিলাম না। শেষ পর্যন্ত মনে হয়েছিল, লন্ডনে শেষ ইভেন্টে আমাকে দেখার জন্য অনেকে মুখিয়ে রয়েছেন। তাঁদের নিরাশ করাটা ঠিক হবে না। গ্রেট নর্থ রান-এ আশা করি আরও ভালো পারফর্ম করব। নিজের সেরাটাই দেব।’

কেন অবসরের সিদ্ধান্ত? চোট আঘাতকেই তুলে ধরেছেন। ‘অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না। শরীর সঙ্গ দিচ্ছিল না। যখন বারবার চোট লাগতে শুরু করেছিল, ট্রেনিংয়ে মন দেওয়া কঠিন হয়ে পড়েছিল। ২০১৯ সাল থেকেই জানতাম, নিজেকে সেরা জায়গায় দেখতে হলে আরও ট্রেনিং দরকার। বয়স যখন হয়, চোটের পরিমাণ বাড়ে। এটা মেনে নিয়েই একটা সময় সরে দাঁড়াতে হয় খেলা থেকে।’ মো ফারাহ নিজের কেরিয়ার নিয়ে সন্তুষ্ট। তাঁর কথায়, ‘দৌড়নোটাকে ভালোবেসেছি বরাবর। দীর্ঘ কেরিয়ারের জন্য সত্যিই খুশি। কিন্তু সব ভালোরই একটা শেষ আছে। সিদ্ধান্ত তাই নিতেই হয়েছে।’

২০১২ সালের অলিম্পিক থেকে প্রথম সোনা এসেছিল ১০ হাজার মিটার থেকে। ৫ হাজার মিটারেও পেয়েছিলেন সোনা। সোমালিয়া থেকে এক সময় অভাবের তাড়নায় এসেছিলেন ইংল্যান্ড। অভাব ঠেলতে ঠেলতে একদিন হয়ে উঠেছেন নায়ক। ইতিহাসের পাতায় পাকাপাকি নাম খোদাই করে ‘প্রাক্তন’ ট্যাগ তুলে নিচ্ছেন মো ফারাহ।

Next Article