বুদাপেস্ট : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের (World Athletics Championships 2023) জ্যাভলিনে সোনার ইতিহাস গড়ার হাতছানি নীরজ চোপড়ার (Neeraj Chopra) সামনে। গত বছর রুপোর পদকে শেষ করেছিলেন। এ বার সোনার পদক ছাড়া আর কিছু ভাবছেন না নীরজ। পুরুষদের জ্যাভলিনের যোগ্যতা অর্জন পর্বে এক থ্রোয়ে ফাইনাল এবং অলিম্পিক কোটা হাসিল করেছেন নীরজ। মরসুমের সেরা ৮৭.৭৭ মিটার দূরে বর্শা ছুঁড়ে সবার উপরে নীরজ। তাঁর নীচেই রয়েছেন পাকিস্তানে আর্শাদ নাদিম। ৮৬.৫৯ মিটার দূরে বর্শা ছোঁড়েন তিনি। নাদিমও প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছেন। ফাইনালে দুই দেশের জ্যাভলিন তারকার মধ্যে চলবে হাড্ডাহাড্ডি লড়াই। কার বর্শায় সোনা উঠবে তা রবিবারের ফাইনালে জানা যাবে। তার আগে নীরজের উদ্দেশে হুঁশিয়ারি নয়, শুভেচ্ছা পাঠালেন পাকিস্তানের নাদিম। বললেন, ‘বেস্ট অব লাক নীরজ ভাই। ভালো পারফর্ম্যান্স করো এটাই চাই।’ বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
গতবছর কমনওয়েলথ গেমসে আর্শাদ নাদিম ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলেছিলেন। নীরজের কাছে এখনও ৯০ মিটার অধরা। ভারতের জ্যাভলিন তারকা খুব কাছাকাছি পৌঁছেও ৯০ মিটারের দূরত্ব পার করতে পারেননি। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে সোনা এবং ৯০ মিটার- দুটোই লক্ষ্য তাঁর। টোকিও অলিম্পিক, ডায়মন্ড লিগ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ- এমন কোনও প্রতিযোগিতা নেই যেখান থেকে খালি হাতে ফিরেছেন নীরজ। দেশের এই তরুণ অ্যাথলিটের সুনাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। নীরজের সমান জনপ্রিয়তার লোভ রয়েছে আর্শাদ নাদিমেরও। ফাইনালে ওঠার পর স্পোর্টস স্টারকে নাদিম বলেন, “নীরজ ভাই তুমি ভালো পারফর্ম করো। আমি করতে চাই। তোমার নাম সারা বিশ্বে। আমি চাই আমারাও এভাবে বিশ্বে সুনাম ছড়িয়ে পড়ুক।”
ফাইনালে ওঠার পর নীরজের কাঁধে হাত দিয়ে ছবি তোলেন আর্শাদ নাদিম। সঙ্গে ছিলেন তাঁদের কোচরা। ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “বুদাপেস্টে কী দারুণ একটা দিন কাটালাম। ২৭ তারিখের ফাইনালের জন্য কোয়ালিফাই করেছি।” ক্যাপশনের শেষে নীরজকে ট্যাগ করেছেন নাদিম।