হানঝাউ: নীরজ চোপড়ার (Neeraj Chopra) বর্শায় সোনা যেন আটকেই রইল। জাকার্তা গেমসে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ। চিনের হানঝাউতে সেই সোনার পদকে নীরজের নামই লেখা ছিল। হানঝাউ এশিয়ান গেমসে (Asian Games 2023) ৮৮.৮৮ মিটার জ্যাভলিন ছুড়ে সোনার পদক দখলে রাখলেন নীরজ। এই একই ইভেন্টে রুপো পেয়েছেন ভারতের কিশোর জেনা। সোনা জেতার পর নীরজ বলেছেন, ৬ এর বদলে ৭ থ্রো করতে হয়েছে তাঁকে। যা বেশ অবাক করে দিয়েছে নীরজকে। সোনা জিতে আর কী কী বললেন নীরজ? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
যান্ত্রিক ত্রুটির কারণে জ্যাভলিনের ফাইনালে নীরজ চোপড়ার থ্রো এর ফল নিতেই পারেননি অফিসিয়ালরা। প্রযুক্তগত সমস্যার কারণ দেখিয়ে নীরজের প্রথম থ্রো বাতিল করে দেওয়া হয়। যার ফলে খানিক মেজাজ হারাতে দেখা যায় নীরজকে। অবশ্য তাতে তাঁর সোনা আটকায়নি। অবশ্য সোনা জেতার পর নীরজ জানিয়েছেন এমন ঘটনা তিনি আগে কখনও দেখেননি।
হানঝাউ গেমসে সোনা জিতে নীরজ চোপড়া বলেন, ‘আমি সাধারণত একটি প্রতিযোগিতায় ৬ বার থ্রো করি। আজ আমি ৭ বার জ্যাভলিন থ্রো করেছি। এমনটা আমি আগে কখনও দেখিনি। কিছু তো গোলমাল রয়েছেই। ওরা আমার প্রথম থ্রোয়ের মাপ নেয়নি এবং তার মধ্যেই আর একজনের থ্রো হয়ে যায়। যার ফলে আমার থ্রোয়ের মার্ক ওরা হারিয়ে ফেলে। আমার প্রথম থ্রো বেশ ভালোই ছিল। আমি আবার ভিডিয়োটা দেখব বোঝার জন্য যে, কতদূরে আমার ওই থ্রো-টা গিয়েছিল।’
নীরজের আগে ইভেন্টের দায়িত্বে থাকা অফিসিয়ালদের সিদ্ধান্তে চাপে পড়েছিলেন ১০০মিটার ফাইনালের হার্ডলে জ্যোতি ইয়ারাজি। ১০০ হার্ডলসের শুরুতে ফলস স্টার্ট করেন চিনা অ্যাথলিট ইয়ানি উও। রিপ্লেতেও তা পরিষ্কার দেখা গিয়েছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে, ১০০ মিটার হার্ডলসের পরিচালনায় যিনি ছিলেন, তিনি ইয়ানি সঙ্গে জ্যোতিকেও ডিসকোয়ালিফাই করে দেন। জ্যোতি এই ঘটনার প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত তাঁকে রেসে নামতে দেওয়া হয়। এরপর রেসে ব্রোঞ্জ পান জ্যোতি। তবে পরে ইয়ানিকে ডিলকোয়ালিফাই করায় রুপো পান জ্যোতি। নীরজের কথায়, ‘এখানে আরও অন্যান্য অ্যাথলিটের সঙ্গে এটা ঘটেছে। যা মোটেও কাম্য নয়। জেনার দ্বিতীয় থ্রো প্রথমে ভুল করে ফাউল বলা হয়। তবে আমার মনে হয়েছিল এই নিয়ে বিতর্ক করার কোনও মানে নেই।’
এএফআইয়ের সহ-সভাপতি এবং কিংবদন্তি লং জাম্পার অঞ্জু ববি জর্জ এশিয়ান গেমসের আধিকারিকদের উপর ‘প্রতারণা’ এবং ‘ভারতীয় অ্যাথলিটদের টার্গেট’ করার জন্য দোষারোপ করেছেন। তিনি বলেন, ‘ওরা ভারতীয় ক্রীড়াবিদদের টার্গেট করে আমাদের প্রতারণা করার চেষ্টা করছে। নীরজের সঙ্গে আজ যেটা হল, গতকাল অন্নুর সঙ্গে হয়েছিল। ওর প্রথম থ্রো-টি মাপা হয়নি। সেটা খুব ভালো থ্রো ছিল। জ্যোতি ইয়ারাজিও ১০০ মিটার হার্ডলসে এই ধরণের সমস্যার মুখোমুখি হয়েছিল। আমরা পুরুষদের জ্যাভলিনে সোনা ও রুপো জিতেছি। কিন্তু অফিসিয়ালদের বিরুদ্ধে এই ঘটনার জন্য প্রতিবাদ জানাই।’