নয়াদিল্লি: বিশ্ব মিটে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। বুদাপেস্ট বিশ্ব মিট থেকে ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন ২৫ বছরের নীরজ। এ বার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Athletics Championship 2023) সোনা জয়ী নীরজ নামতে চলেছেন হিরের খোঁজে। আসলে চলতি বছরে নীরজ চোপড়া ডায়মন্ড লিগ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামতে চলেছেন। মে মাসে দোহাতে এবং জুন মাসে লসানে প্রথম হওয়ার পর এ বার জুরিখ ডায়মন্ড লিগে (Zurich Diamond League) নামতে চলেছেন নীরজ। কবে কখন জুরিখ ডায়মন্ড লিগে অ্যাকশনে দেখা যাবে নীরজ চোপড়াকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
গত চার বার ডায়মন্ড লিগে সেরা পারফর্ম করেছেন নীরজ। তার মধ্যে ২০২২ সালের জুরিখ ডায়মন্ড লিগে চ্যাম্পিয়ন হয়েছিলেন নীরজ। এই টুর্নামেন্ট থেকে তিনি ভারতকে প্রথম হিরের ট্রফি এনে দিয়েছেন। এ বার দেখার দ্বিতীয় বার তিনি ডায়মন্ড লিগ জিততে পারেন কিনা। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার চার দিন পর জুরিখ ডায়মন্ড লিগে নামতে চলেছেন নীরজ।
জুরিখ ডায়মন্ড লিগে কবে নামতে চলেছেন নীরজ চোপড়া?
এ বারের জুরিখ ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট হবে ১ সেপ্টেম্বর।
কখন জুরিখ ডায়মন্ড লিগে পারফর্ম করতে দেখা যাবে নীরজ চোপড়াকে?
ভারতীয় সময় অনুসারে ১ সেপ্টেম্বর রাত ১২.১২ নাগাদ জুরিখ ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্ট শুরু হবে।
ভারতে কোন টেলিভিশন চ্যানেলে দেখা যাবে জুরিখ ডায়মন্ড লিগ?
ভারতে জুরিখ ডায়মন্ড লিগ দেখা যাবে স্পোর্টস ১৮ টেলিভিশন চ্যানেলে।
ভারতে মোবাইলে কী ভাবে দেখা যাবে জুরিখ ডায়মন্ড লিগের লাইভ স্ট্রিমিং?
জুরিখ ডায়মন্ড লিগের লাইভ স্ট্রিমিং ভারতে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
এ বারের জুরিখ ডায়মন্ড লিগে ১০ জন প্রতিযোগী রয়েছেন। ডায়মন্ড লিগের ওয়েবসাইট অনুযায়ী, ১৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন নীরজ চোপড়া। শীর্ষে চেক প্রজাতন্ত্রের জাকুব ভাদলেচ। দ্বিতীয় স্থানে রয়েছেন জার্মানির জুলিয়ান ওয়েবার।